শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

শহীদ আহ্সান উল্লাহ মাষ্টার আন্তঃ উপজেলা স্কুল ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে জেলা ক্রীড়া অফিস আয়োজিত শহীদ আহ্সান উল্লাহ মাষ্টার আন্তঃ উপজেলা (অনুর্ধ্ব-১৬) স্কুল ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ওই সমাপনি অনুষ্ঠানে সোমবার বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন।
জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। ক্রীড়ানুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি এডঃ মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এডঃ মোঃ আমানত হোসেন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোঃ ইয়াছিন আলী প্রমুখ।
মোট ৬ টিমের ফাইনাল খেলায় কাপাসিয়া ঈদগাহ্ উচ্চ বিদ্যালয়কে নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় ১-০ গোলে পরাজিত করেন। শ্রেষ্ঠ খেলোয়ার বিবেচিত হয়েছেন নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোঃ সিয়াম খান।