গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিস
স্টাফ রিপোর্টার : গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসে শ্রেণী পরিবর্তন করে জাল পর্চায় দলিল রেজিষ্ট্রি হচ্ছে। ফলে সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব।অভিযোগ রয়েছে- বিগত ০৫/০১/২০১৫ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৩৬ নং দলিলটি জমির শ্রেণী খামা দেখিয়ে ০৮ শতাংশ জমি ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে রেজিষ্ট্রি হয়। ভূমি অফিসের রেকর্ডপত্র যাচাই করে দেখা গেছে, রেজিষ্ট্রিকৃত দলিলটির জমির প্রকৃত শ্রেণী সাইল রয়েছে। সেই অনুযায়ী ২০১৫ সালের গড়মূল্যে প্রতি শতাংশ সাইল জমির মূল্য ১,৯৪,২৩৩/- টাকা করে। ০৮ শতাংশ জমির মূল্য হয় ১৫,৫৩,৮৬৪/- টাকা। দলিলটিতে উল্লেখিত ১,৫০,০০০/- টাকা বাদ দিলে রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে ১৪,০৩,৮৬৪/- টাকা। উক্ত টাকার রাজস্ব ফাঁকি হয়েছে ১১% হিসেবে ১,৫৪,৪২৫/- টাকা। একই দিনে রেজিষ্ট্রিকৃত ৩৭নং দলিলটিও খামা শ্রেণী দেখিয়ে রেজিষ্ট্রি করা হয়েছে। যার প্রকৃত শ্রেণী সাইল উক্ত দলিলটিতে সরকারী রাজস্ব ফাঁকি হয়েছে ১৪,৭৬৬/- টাকা। দলিল ২টির লেখক নুর মোহাম্মদ জানান, জাল পর্চা ও শ্রেণী পরিবর্তন হওয়ায় দলিল লেখক মেহেদী মোশারফ এর মাধ্যমে রেজিষ্ট্রি করিয়েছেন। দলিল লেখক মেহেদী মোশারফের সাথে সাব-রেজিষ্ট্রার এ এম মজিবর রহমানের গোপন আঁতাত থাকায় জাল পর্চা ও শ্রেণী পরিবর্তন করে দলিল দাখিল দিলেও রেজিষ্ট্রি করে দেন সাব-রেজিষ্ট্রার। জাল পর্চায় শ্রেণী পরিবর্তন করে দলিল রেজিষ্ট্রির জন্য অনেক দলিল লেখকই মেহেদী মোশারফের সাথে দফা-রফা করে থাকে।