শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান

ঝুঁকিপূর্ণ জাঙ্গালীয়া সিদ্দিক মিয়া ফাজিল মাদ্রাসার মূল ভবনের চিত্র।
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ : গাজীপুর কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া সিদ্দিক মিয়া ফাজিল মাদ্রাসার ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করার খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, গতকাল মঙ্গলবার জাঙ্গালীয়া সিদ্দিক মিয়া ফাজিল মাদ্রাসার বেশ কয়েকটি শ্রেণী কক্ষে মাদ্রাসার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করছে। কিন্তু বাহিরে মূল দু’তলা ভবনটি ঝুঁকিপূর্ণভাবে ফাটল দেখা দেওয়ার পরও কোন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। যে কোন সময় দু’তলা ভবনটি  বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । আতঙ্ক নিয়ে ক্লাশ করছে কোমল মতি শিক্ষার্থীরা ।
এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গাজী সারোয়ার জানান, প্রায় দেড় বছর আগে মাদ্রাসার ভবনটি ঝুঁকিপূর্ণ ফাটল দেখা দিলে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসানের নির্দেশে তৎকালীন উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান পরিত্যক্ত ঘোষণা করেন। এর পর থেকে ভবনটিতে সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ইদানিং আবার ঝুঁকিপূর্ণ ভবনটিতে পূনরায় শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। জাঙ্গালীয়া সিদ্দিক মিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রশিদসহ একাদিক শিক্ষক জানায়, ভবনটি পরিত্যক্ত ঘোষণার প্রায় দেড় বছর পর আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের স্থান সংকুলন না থাকায় এক প্রকার বাধ্য হয়ে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে। 
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আমি বিষয়টি জানতাম না। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলী মো. বদরুল আজমসহ  ঘটনাস্থল পরিদর্শন করতে যাব ।