শাকিল হাসান : গাজীপুরের কাপাসিয়ায় ক্রিয়েটিভ মিডিয়া সেন্টারের সহযোগিতায় স¦াস্থ্য অধিদপ্তরের উপজেলা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আয়োজনে ২২ মার্চ সকালে কাপাসিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে প্রবীনদের স্বাস্থ্যকর জীবনযাপন শীর্ষক সচেতনতামুলক প্রচারনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে এবং দৈনিক আমাদের অর্থনীতির কাপাসিয়া প্রতিনিধি বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: মাসুদ রেজা কবির, মেডিকেল অফিসার ডা: মো: সামসুল হুদা। উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের উপজেলা সংবাদদাতা শাকিল হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিনিধি শেখ শফিউদ্দিন জিন্নাহ, দৈনিক আমাদের সময়য়ের জাকির হোসেন কামাল, দৈনিক সংবাদের সমির বনিক, দৈনিক আজকের জনতার হাজী সাইফুল ইসলাম, দৈনিক সকালের খবরের তপন বিশ্বাস, দৈনিক মানব কন্ঠের মঞ্জুরুল হক, গাজীপুর দর্পনের স্টাফ রিপোর্টার আবদুল কাইয়ুম, বিজ্ঞাপন চ্যানেল সম্পাদক মো: সাইফুল ইসলাম মোল্লা প্রমুখ।