শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

রাজধানীর উত্তরা থেকে প্রতারক চক্রের ১৫ সদস্য আটক

মাহফুজুল আলম খোকন : রাজধানীর উত্তরা থেকে চাকরি দাতা নামে প্রতারক চক্রের ১৫ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৩)। এ সময় প্রতারণার শিকার ৪২ জন চকুরি প্রার্থিকেও উদ্ধার করা হয়েছে।
গতকাল বিকেলে র‌্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে র‌্যাব-৩’র একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটর্কৃতরা ড্রিমহার্ট বাংলাদেশ প্রাইভেট লিঃ কোম্পানির অংশীদার।
মেজর মাকসুদ আরও জানান, আটক র্কৃতদের সংখ্যা বাড়তে পারে, এখনও অভিযান চলছে। উত্তরা ১৩ নং সেক্টরের ১ নং রোর্ডের ১৫ নাম্বার বাড়ি থেকে ওই ১৫ প্রতারক কে আটক করা হয়েছে।
এ বিষয়ে সন্ধ্যা ৬টায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।