শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে জি.কে আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় আনুষ্ঠান


ইমন খান : গাজীপুর মহানগরে ৩১ নং ওয়ার্ডে জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়, ধীরাশ্রম এর বার্ষিক মিলাদ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এম পি-গাজীপুর-১, এতে আরো উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সহ-সম্পাদক কেন্দ্রীয় যুবলীগ, মোঃ রফিক উজ্জামান, কাউন্সিলর ৩১ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও ভাওয়াল রতœ নূরুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, সহ-সভাপতি ধীরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদস্য জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়, মোঃ আক্কাস আলী, ও মোঃ আমজাদ হোসেন, মোঃ আমান উল্লা আমান, অভিভাবক সদস্য জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা আলী হোসেন, এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ আলী আহম্মেদ, সভাপতি ধীরাশ্রম স্পোর্টস ও সমাজ কল্যাণ সংস্থা। প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী বলেন- বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন করার জন্য বদ্ধপরিকর, তাই প্রাথমিক শিক্ষাকে ১ম শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ও উচ্চ মাধ্যমিক শিক্ষাকে ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার প্রক্রিয়া চলছে। গ্যাস সংকটের কথা জানতে চাইলে মন্ত্রী বলেন- অচিরেই আমরা গ্যাস সংকটের সমাধান নিরষণ করব। উক্ত বিদায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,জি কে আদর্শ উচ্চ বিদ্যালয়।