শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

দৈনিক মুক্ত বলাকা কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : শনিবার বাদ মাগরেব গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে প্রধান ডাক ঘর সংলগ্ন পূর্ব পার্শ্বে কাঠের দো-তলায় দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সার্বিক যোগাযোগ কার্যালয় উদ্বোধন করা হয়েছে। দৈনিক সংবাদ পত্রিকার গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, পত্রিকার উপদেষ্টা ও নিরাপদ সড়ক চাই (নিসচা), গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন, ডেইলি আবজারভার এর গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন, দৈনিক আমাদের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি অনিল মন্ডল, দি ডেইলী নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি নজরুল ইসলাম বাদামী, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোঃ রোমানশাহ আলম ও এম এ ফরিদ, সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক মোঃ জানে আলম, সচিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বায়েজিদ হোসেন, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ সানাউল্লাহ নূরী, দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সহঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সরকার, দৈনিক ভোরের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ চাঁন মিয়া মুন্সীসহ সাংবাদিক হান্নান মোল্লা প্রমুখ সাংবাদিকবৃন্দ মুক্ত বলাকা পত্রিকার উদ্বোধনী মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুফতি মোঃ আলমগীর হোসাইন মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। পরে মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।