|
কাপাসিয়া দরদরিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন সিমিন হোসেন রিমি এমপি। |
ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া‘‘ দরদরিয়া সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ১৪ মার্চ শনিবার সকাল ১১ টায় স্থাপন করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্মস্থান দরদরিয়ার গ্রামের বাড়ি সংলগ্ন তাঁর সহধর্মীনীর নামে স্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর স্থাপন করেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সুবাস চন্দ্র সাহার সভাপতিত্বে ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার আহমেদুল কবির, গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আলী হায়দার, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লঅহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, কেন্দ্রীয় যুবলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাফিজ উদ্দিন, রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই প্রমূখ।