শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় মহিলা সহ ২ গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুই গ্রাম থেকে মহিলাসহ ২ গাঁজা ব্যবসায়ীকে ২৪ ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে কাপাসিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার তাদের গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।
জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের চরবাঘুয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী গাঁজা বিক্রেতা মোসাঃ খালেদা বেগম (৩০) কে সাড়ে ৫ কেজি গাঁজা সহ বিকালে তার বাড়ি থেকে থানার এএসআই জহিরুল ইসলাম গ্রেফতার করেছে। অপর দিকে টোক ইউনিয়নের শহর টোক গ্রাম থেকে মৃত- হজরত আলীর পুত্র সামসুদ্দিন (৪৬) কে তার বাড়ি থেকে থানার এ এস আই সবুজ ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলে কাপাসিয়া থানার ডিউটি অফিসার এ এস আই জাহিদ জানান।

কালীগঞ্জে ‘কেয়ার বাংলাদেশ’ এর পরিকল্পনা কর্মশালা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমের গুনগত মান উন্নয়ন, মনিটরিং ও মূল্যায়ন এবং জনগণকে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণীর লোকদের অংশগ্রহনে কেয়ার বাংলাদেশ এর ‘আইএমআইএইচবি’ প্রকল্পের কার্যক্রমের পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে কেয়ার বাংলাদেশ এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মো. ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি। ডা. এম এম আওরঙ্গজেব আল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা ডা. মো. খাইরুল আলম, ডা. ছাদেকুর রহমান, ডা. হাসান মেহবুব, ডা. সায়েদা পারভীন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া ও কেয়ার বাংলাদেশ এর ফিল্ড অফিসার মো. ইব্রাহিম।  

কালীগঞ্জে ইউসিসিএ লি. এর বার্ষিক সাধারণ সভা


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ লি.) এর ৩০তম বার্ষিক সাধারণ সভা গতকাল বুধবার উপজেলা পল্লী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
ইউসিসিএ লি. কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আরিফ হোসেন খাঁন রয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি ও উপজেলা সমবায় অফিসার নাছিমা শাহীন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও ইউসিসিএ লি.  এর সচিব লুৎফুন নাহার লতা। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মুনসুর রহমানের পরিচালনায় এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- শাহজাহান আকন্দ, ওসমান গনি, মোশারফ হোসেন শুক্কুর, জুয়েনা আহমেদ, আমিনা আক্তার প্রমূখ।

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি করপোরেশন এলাকায় দুবৃত্তরা যাত্রীবেশে এক অটোরিকশা চালককে হত্যা করেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত সুজন (১৮) নরসিংদীর বৈলেন এলাকার বাদল মিয়ার ছেলে। আটকরা হলেন হারিবাড়ির টেক এলাকার জব্বর আলীর (২২) এবং নরসিংদীর পাঁচদোনা এলাকার মিজান।
পূবাইল পুলিশ ফাঁড়ির এসআই মো. একরামুল হক জানান, বুধবার সন্ধ্যার পর নরসিংদীর পাঁচদোনা থেকে টঙ্গী যাওয়ার কথা বলে সুজনের অটোরিকশা ভাড়া নেয় জব্বর ও মিজান। পথে পূবাইলের হারিবাড়ির টেক এলাকার একটি নির্জন স্থানে চালককে নামিয়ে পাশের ঝোপের ভেতর নিয়ে শ্বাসরোধ ও চাকু দিয়ে হত্যা করে। পরে লাশটি পাশের একটি ডোবায় ফেলে দেয়। এরপর অটোরিকশাটি চালু করতে না  পেরে সেটি নিয়ে পালাতে পারেনি তারা। রাত আড়াইটার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় টহল পুলিশ এগিয়ে গেলে  দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। তিনি বলেন,  জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে চালকের লাশ ও অটোরিকশাটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে বলে জানান জানা গেছে।

গাজীপুরে নাশকতার অভিযোগে ১২জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১২ জন বিএনপি ও  শিবিরকর্মীকে আটক করেছে। আটককৃতদের নাম জানা যায়নি। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, বুধবার থেকে বৃহ¯পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানা এলাকা থেকে আটজন এবং কালিয়াকৈর থানা এলাকা থেকে চারজন বিএনপিকর্মীকে আটক করেছে।

গাজীপুরে আগুনে পাঁচ দোকান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ছয়দানা দেউলিয়াবাড়ি এলাকায় বৃহ¯পতিবার ভোরে অগ্নিকাণ্ডে পাঁচটি মনোহরি দোকান পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, ভোর ৫টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে পাঁচটি মনোহরি দোকান ও মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদেশের লোক বিদেশে যাবেনা বিদেশের লোক এদেশে এসে কাজ করবে

প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : এদেশের লোক বিদেশে যাবেনা বিদেশের লোক এদেশে এসে কাজ করবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যুব সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। যুবকদের প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদে পরিনত করতে পারলে দেশে বেকার সমস্যা দূরীভূত হবে এবং দেশ এগিয়ে যাবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে। যুব সমাজের নেতৃত্বে বাংলা ভাষা পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের সুযোগ্য করে তুলতে হবে তাহলে দেশ এগিয়ে যাবে। এক শ্রেনীর যুব জমি বিক্রি করে বেশি টাকা দিয়ে বিদেশ গিয়ে কষ্টের কাজ করছে। তারা যদি জমি বিত্রি“ না করে এলাকায় মাছ চাষ করে, গাছ লাগায় এবং কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে কাজ করে তাহলে তাদের পরিবার উপকৃত হবে এবং এলাকার উন্নয়ন হবে। আগে যেই বয়সে বাচ্চারা স্কুলে যেতো না আজ বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং সরকারের নেয়া ভালো উদ্যোগ তারা সহজে গ্রহণ করছে। আমরা যখনই উন্নতির দিকে এগিয়ে যাই তখন দেশের পরাশক্তিরা দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যায়। দেশ সামনে এগিয়ে যাচ্ছে এটা তাদের ভালো লাগছে না। যারা দেশকে ভালোবেসে রাজনীতি করেছে, তাদের জীবন দিতে হয়েছে। আজ যারা সাধারন ও নিরীহ তাদের জীবন দিতে হচ্ছে। এইসব যারা করছে তারা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের ছাড়ার জন্য তারা একটি নীল নকশা আঁকছে। আসুন আমরা একতাবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর কন্যার ডিজিটাল বাংলাদেশ গড়ি গতকাল বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় কালীগঞ্জ  শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেছেন। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপ-পরিচালক গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তর এস এম ইমদাদুল হক প্রমুখ। পরে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি যুব প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন যুবক-যুবতীদের মধ্যে ৫ লাখ ৫০ হাজার টাকার ঋণ প্রদান করেন।  এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা শেখ নওশের আলী, সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস প্রমুখ।

টঙ্গীর আল-বারাকা হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর ষ্টেশন রোড এলাকায় ব্যক্তি মালিকানাধীন আল-বারাকা হাসপাতালে গত বুধবার রাত সাড়ে ৮ টায় ডাঃ মোঃ ফারুকের ভুল চিকিৎসায় মমতাজ আক্তার(২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এঘটনায় রোগীর আত্বীয়-স্বজনরা হাসপাতাল ভাংচুরসহ নিহতের স্বামী বাদী হয়ে টঙ্গী মডেল থানায় ৫ জনকে আসামী করে মামলা করেছে।
জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৮ টায় টঙ্গীর মিরাশ পাড়া এলাকার ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক মোঃ আল-আমিনের স্ত্রী মমতাজ আক্তার প্রসব ব্যথা নিয়ে টঙ্গীর ষ্টেশন রোড এলাকায় ব্যক্তি মালিকানাধীন আল-বারাকা হাসপাতালে ভর্তি হলে। হাসপাতালের ডাক্তার মোঃ ফারুক ও তার সহযোগী নার্স নামধারী আয়া লিপি রানীসহ কয়েকজন মিলে রোগীনিকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজারের মাধ্যমে বাচ্ছা প্রসবের চেষ্টাকালে ভুল চিকিৎসায় রোগীনির মৃত্যু হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে মৃত রোগীনিকে দ্রুত শিলমুনের কেথারসিস হাসপাতালে পাঠালে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোসনা করে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে রোগীনির আত্বীয় স্বজনরা রাত ১১ টায় হাসপাতালে এসে ভাংচুর করে। খবর পেয়ে টঙ্গী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা করেছে।

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী মুদাফা এলাকায় কেএল ফ্যাশন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা বকেয়া বেতনে দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ প্রদর্শণ করেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী থানা গেটের সামনে বেতন-ভাতা পরিশোধের দাবীতে অবস্থান নেয়।
রানা, ফরহাদ, জহিরুল, জাহানারা, ইব্রাহিমসহ একাধিক শ্রমিক জানায়, কারখনার কর্তৃপক্ষ গত তিন মাসের বকেয়া বেতন দেই দিচ্ছি বলে না দেওয়ার পায়তারা করে আসছে। মালিক পক্ষ ১ হাজার করে টাকা দিয়ে বেতন সিটে স্বাক্ষর নিয়ে এখন বলছে বেতনের টাকা পরিশোদ করা হয়েছে। আসলে এটা সম্পূর্ণ প্রতারণা। এখন টাকা চাইতে গেলে মালিক পক্স তাদেও বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছে। এরই জের হিসেবে গতকাল ক্ষুব্ধ শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শণ করে। এব্যাপারে কারখানা পরিচালক আশরাফুল আলম রোমান বলেন, নভেম্বর ও ডিসিম্বর মাসের বেতন পরিশোধ করা হয়েছে। শুধু জানুয়ারী মাসের বেতন বকেয়া রয়েছে। এঘটনায় টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন।
 

টঙ্গী ৫০ শয্যা হাসপাতালের হেড ক্লার্ক নাজমুলের বিরুদ্ধে ভুয়া বিল তৈরিসহ দূর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

স্বাস্থ্য সেবায় দুষ্ট চক্র

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী এবং গাজীপুর জেলা সিভিল সার্জন (সিএস) মোঃ আনিছুর রহমানের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত নামে গন প্রজাতন্ত্রীক সরকারের  লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে হাসপাতালের হেড ক্লাক মোঃ নাজমুল। গাজীপুর সদর থানার অর্দাবাজ এলাকার বাসিন্দা হওয়ার সুবাধে স্থানীয় প্রভাব খাটিয়ে গত ৩ প্রায় বছরে টঙ্গী সরকারী হাসপাতালে চাকুরি করার নির্মিতে বিভিন্ন দূর্নীতির মাধ্যমে প্রায় অর্ধকোিিট টাকার অর্থ-সম্পদের মালিক বনে গেছেন উক্ত হেড ক্লাক। গতকাল রোববার জাতীয় দৈনিক আজকালের খবর পত্রিকা শেষ পৃষ্টায়  “ টঙ্গী সরকারি হাসপাতালে রোগীদেও ওষুধ ও খাদ্য সরবরাহের নামে লাখ লাখ টাকা লুটপাট”  শিরোনামে সংবাদ প্রকাশের পর উক্ত হাসপাতালের হেড ক্লাক মোঃ নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীনির অভিযোগ করে ভুক্তভোগী হাসপাতালের র্নাস থেকে শুরু করে চর্তুথ শ্রেনীর (এমএলএসএস) পদে কর্মরত একাধিক কর্মচারী ও টঙ্গী, গাজীপুর সদর এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। 
বিভিন্ন সুত্রে জানা যায়, টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালের হেড ক্লাক মোঃ নাজমুল ১৯৮৮ সালে স্বাস্থ্য সহকারী পদ থেকে পদ পরিবর্তনের মাধ্যমে অফিস সহকারী হিসেবে কাজ শুরু করেন। গাজীপুরের কালীগঞ্জ থেকে ফরিদপুর পযর্ন্ত কর্মজীবনে বিভিন্ন দূর্নীতিসহ অফিস কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের সাথে অসদাচরণের কারণে কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের হাতে শারীরিক নির্যাতনের শিকারও হন একাধিকবার। গত প্রায় ৩ বছর পূর্বে একজন স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অধিনস্থ সংক্রামক ব্যাধি হাসপাতালের উচ্চমান সহকারী কর্মকর্তা মোঃ আহাম্মদ আলী (হেড ক্লাক মোঃ নাজমুলের বড় ভাই) এর সহযোগীতায় টঙ্গী সরকারী হাসপাতালে বদলী হয়ে আসেন। টঙ্গী আসার পর থেকে উক্ত হেড ক্লাক হয়ে উঠে বেপোরোয়া, টাকার নেশায় এহেন কোন কাজ নেই যা তিনি করছেন না।
বিভিন্ন ভুক্তভোগীদের দেয়া তথ্যমতে জানা যায়, হেড ক্লাক মোঃ নাজমুল মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী এবং গাজীপুর জেলা সিভিল সার্জন (সিএস) মোঃ আনিছুর রহমানের নাম ভাঙ্গানোসহ নিজ ও ট্রেজারী খরচ বাবদ কর্মচারীদের জন প্রতি বেতনের টাকা থেকে ১০০/২০০ শত টাকা, চিত্ত বিনোদনের টাকা থেকে ২০০০/৫০০০ হাজার টাকা, ডিপিএস লোন প্রদানের ক্ষেত্রে ৫০০০/১০০০০ হাজার টাকা, বিদ্যুৎ বিল বাবদ ১০০০/১৫০০ হাজার টাকা, সরকারী বাসা বরাদ্ধ দেয়ার নামে ৫০০০/৮০০০ হাজার টাকা নেয়া, বদলীকৃতদের এলপিসি প্রদানের নামে ১০০০/২০০০ হাজার  টাকা ( টাকা না দিলে এলপিসি না দেয়া), জিবি ফান্ডের টাকা উত্তোলনের ১০০০০/১২০০০ হাজার টাকা, কর্মচারীদের বকেয়া বেতন উত্তোলনের ক্ষেত্রে অর্ধেক টাকা কেটে রাখা, ময়লা পরিস্কারে সিটি কর্পোরেশন ৫০ টাকা নিলেও হেড ক্লাক অতিরিক্ত আরো ১০০০ টাকা অগ্রিম নিয়ে থাকেন, টাকা না দিলে জেলা সিভিল সার্জনকে দিয়ে টঙ্গী হাসপাতালের বিভিন্ন চতুর্থ শ্রেনীর কর্মচারীদের বদলী করিয়ে দেয়া। পরবর্তীতে কর্মচারীরা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা বা স্থানীয় রাজনৈতিক ব্যক্তি দ্বারা তদবীরের মাধ্যমে পুনরায় জেলায় বদলী হয়ে এলে তাদের জেলায় জয়েন্ট করিয়ে দিতে জেলা সিভিল সার্জন (সিএস) এর নামে ২৫০০০/৩০০০০ হাজার টাকা আদায় করে তা আত্বসাৎ করা, বিভিন্ন মহিলা/পুরুষদের হাসপাতালে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে জেলা সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা দেয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে এক থেকে দুই লাখ টাকা নিয়ে হয়রানী বা আত্বসাৎ, প্রতি ইজতেমায় হাসপাতালে আগত ষ্টাফসহ বিভিন্ন কর্মচারী, কর্মকর্তা, ডাক্তারদের খরচসহ বছর ব্যাপী বিভিন্ন সেমিনার, কাগজপত্র ক্রয়, অফিস খরচের দ্বিগুন বিল ভাউচার তৈরি পূর্বক টাকা উত্তোলন ও আত্বসাৎ, হাসপাতালের কাপড়-ছাদর ধোলাইয়ের ক্ষেত্রে কন্ট্রাকটরের সাথে লিয়াজো করে দ্বিগুন বিল-ভাইচার তৈরি করে টাকা আত্বসাৎ করছে বলে একাধিক অভিযোগ উঠেছে। আরো জানা যায়, ২০১৪ সালে বিশ্ব-ইজতেমার পর হেড ক্লাক  মোঃ নাজমুল এবং হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর যোগ সাজশে চতুর্থ শ্রেনীর কর্মচারী (এমএলএসএস) ছায়েদা, রেনু, নূরজাহান, সালাম ও আজগরকে বদলী করা হয়। পরবর্তীতে হেড ক্লক মোঃ নাজমুলের জন প্রতি ৫০ হাজার টাকা উৎকোচ নিয়ে তাদের আবার টঙ্গীতে বহাল রাখা হয়। এবছর আবারো ছায়েদাকে নরসিংদীর পলাশ, জায়েদাকে নরসিংদীর মনোহরদী, আউয়ালকে রংপুর বদলী করা হয়। এবার ছায়েদা স্থানীয় এমপি ও স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ডিবিশনের একজন পরিচালকের মাধ্যমে নরসিংদীর পলাশ থানা হাসপাতালের বদলী বাতিল করে গাজীপুর বদলী হয়ে আসলে তাকে গাজীপুর জয়েন্ট দেয়ার কথা বলে এবং সেক্ষেত্রে সিভিল সাজর্নকে রাজী করাতে ৩০ হাজার টাকা, জয়দেবপুর সদর থানার চৌরাস্তা এলাকার বাসিন্দা আশরাফ আলীর স্ত্রী চম্পাকে চাকুরি দেয়ার কথা বলে এক লাখ টাকা হাতিয়ে হেড ক্লাক মোঃ নাজমুল। অপরদিকে হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী (এমএলএসএস) দিরাশ্রম এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী ওরফে মঙ্গল মিয়া জনৈক রহিমাকে চাকুরি দেয়ার কথা বলে ২ লাখ টাকা হাতিয়ে নেয়াসহ হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ, জানা যায়, মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী টঙ্গী হাসপাতালে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা প্রদানের বদৌলতে উত্তরাস্থ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে সরকারী এ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠিয়ে দিয়ে কমিশন খাওয়াসহ টঙ্গী হাসপাতালে সার্টিফিকেট বিক্রির জমজমাট ব্যাবসা পরিচালনা, ভর্তিকৃত রোগীদের খাবার পবিবেশনের দ্বায়িত্বে থাকা কন্ট্রকটর এবং কাপড় বা চাদর ধোলাই কন্ট্রাকটরের সাথে যোগসাজশে দ্বিগুন বিল ভাউচার তৈরি সরকারের লাখ লাখ টাকা আত্বসাতের গুরতর অভিযোগ রয়েছে।
এব্যাপারে হেড ক্লাক নাজমুলের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি উচ্চ কন্টে এ প্রতিনিধিকে বলেন, আপনি আমার নামে লিখেছেন, আমি মামলা করবো আপনাকে প্রমান দিতে হবে আমি কি দূর্নীনি করেছি। আমি সরকারের চাকুরি করি আমার উপরে আরো কর্মকর্তা রয়েছে পারলে তাদের বিরুদ্ধে লিখুন। ভুলত্রুটিতো থাকতেই পারে।
এব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরীর মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।  
এবিষয়ে জানতে গাজীপুর জেলা সিভিল সার্জন (সিএস) মোঃ আনিছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ডিজি অফিসে একটি মিটিংয়ে আছি আপনার সাথে পরে কথা হবে।
এব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা বিভাগের পরিচালক প্রশাসন মোঃ নাসিমুল হকের মুঠো ফোনে যোগাযোগ তাকে পাওয়া যায়নি।

শ্রীপুর পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

স্টাফ রিাপোর্টার, শ্রীপুর : শ্রীপুর পৌর ছাত্র দলের সাধারন সম্পাদক শাহজাহান সজল কে তার নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
১৪ ফেব্রুয়ারী শনিবার সন্ধা ৭টার দিকে শ্রীপুর পৌর সভার মাওনা চৌরাস্তা বাসার সামনে মাইক্রো বাস স্ট্যান থেকে পুলিশের একটি টিম ছাত্রদল নেতা শাহজাহান সজলকে আটক করেছে। শ্রীপুর থানার এস আই মজিবর রহমান জানান, আটক কৃত ছাত্রদল নেতা শাহজাহান সজলকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)এর ক ধারায় ট্রাকে আগুন দেওয়ার অপরাধে মামলায় আটক করে ১৫ ফেব্রুয়ারী বেলা ১টায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে। পৌর ছাত্রদল দলের সাধারন সম্পাদক শাহজান সজলকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, পৌর বিএনপির সভাপতি এড কাজী খান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বীরমুক্তি যোদ্ধ ফজলুল হক চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা,গাজীপুর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদ বিল্লাল হোসেন বেপারী।

গাজীপুরের শ্রীপুরে রেলপথ ও ট্রেনে নাশকতা রোধে মতবিনিময়

স্টাফ রিপোটার, শ্রীপুর : খালেদা জিয়ার ডানে বামে স্বাধীনতা বিরোধীচক্র। তাদের নিয়ে তিনি এখন দেশের মানুষ হত্যা করছেন। তিনি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে জঙ্গীবাদী সংগঠনে নাম লিখিয়েছেন। বাংলার মাটিতে খালেদা জিয়া ও তার দলের পরাজয় হবে।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। ১৫ ফেব্রুয়ারী রোববার দুপুর সাড়ে ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের আয়োজনে রেলপথ ও ট্রেনে নাশকতারোধকল্পে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মনসুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট মো: রহমত আলী। শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক মো: আমজাদ হোসেন, অতিরিক্ত মহা পরিচালক হবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোস্তফা কামাল, রেলওয়ের ডিআইজি এস এম রুহুল আমীন, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক জাকিরুল হাসান জিকু প্রমূখ। মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। পেট্রল বোমা মেরে, নাশকতা করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু নির্বাচন কমিশনের আহবানে সাড়া দেননি তাই এখন নিরীহ  মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন। আপনার কোনো গণতান্ত্রিক কর্মসুচী নেই। নিরীহ মানুষের কী দোষ? সর্বহারারা চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। আপনারাও তাই করছেন। সর্বহারারা নিশ্চিহ্ন হয়েছে, আপনারাও নিশ্চিহ্ন হবেন। মন্ত্রী সকল শ্রেণীর মানুষকে একত্রিত হয়ে মানুষ হত্যার সকল কর্মসুচী প্রতিরোধের আহবান জানান।মন্ত্রী শ্রীপুর রেলস্টেশনে পানীয় জলের সুবিধা, ওভারব্রীজি নির্মাণ, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে হাওড় ও যমুনা এক্সপ্রেস এবং শাটল ট্রেন “তুরাগ” এর যাত্রাবিরতি দেওয়ার ঘোষণা দেন।

গাজীপুরের কোনাবাড়ির আবাসিক হোটেলে গুলোতে চলছে জমজমাট দেহ ব্যবসা ঃ প্রশাসন নিরব


গাজীপুরের কোনাবাড়িস্থ এক হোটেলের গেষ্ট রুমে অবস্থানরত যৌনকর্মীদের একাংশ।

÷vd wi‡cvU©vi : MvRxcyi gnvbMixi †Kvbvevwo GjvKvq `xN© w`b a‡i Pj‡Q Aev‡a †`ne¨emv| GB me †`ne¨emvq Rwo‡q co‡Q wewfbœ K‡jR coyqv QvÎx I ga¨weË cwiev‡ii M„neayiv| Ggb wK Mv‡g©›Um Kgx©ivI| Rvbv †M‡Q, MvRxcyi gnvbMixi †Kvbvevwo GjvKvq †QvU eo wg‡j 7wU AvevwmK †nv‡Uj i‡q‡Q| Gme AvevwmK †nv‡U‡j cÖwZw`b cÖvq 100 †hŠb Kgx© mKvj †_‡K mÜv ch©šÍ Ges iv‡Zi †ejvq AveviI Ab¨ MÖæc G‡m c‡ii w`b mKvj ch©šÍ †`ne¨emv K‡i wbR wbR MšÍe¨ ¯’‡j P‡j hvq| G‡`i A‡b‡Ki AwffveK ¯^vgx ev evev gv Zviv †KD Rv‡bb bv wewfbœ PvKzix ev †ckvi bv‡g Gme Avbv›` d~wZ© K‡i †eov‡”Q| IBme AvevwmK †nv‡U‡j A‡b‡KB Avevi fzqv ¯^vgx ¯¿xi cwiPq w`‡q cvuPk UvKvq GKwU iæg fvov wb‡q K‡qK N›Uv Ae¯’b K‡i K‡i P‡j hvq| Zv‡`i g‡a¨ †ewki fvM ¯‹zj K‡jR co–qv QvÎ QvÎx I A‡b¨i ¯¿x wb‡q Av‡m| K‡qK gvm Av‡M MvRxcy‡ii cywjk mycvi nviæb Ai iwk‡`i †bZ…‡Z¡ SwUKv Awfhvb Ki‡j GjvKvevwm mvayev` Rvbvq| wKš‘ GB Awfhvb ¯’vqx nq gvÎ GK mßvn| IB Awfhv‡b Aa©kZvw`K AvUK Ki‡j Zvi g‡a¨ †ewki fvM wQj A‡b¨i ¯¿x I ¯‹zj K‡jR co–qv QvÎ-QvÎx Ges G‡`i g‡a¨ GKRb wQj eo fvB Gi ¯¿x| c‡i Zv‡`i‡K ‡Rj nvR‡Z †cÖib Kiv nq|
Zvi c‡iI Aev‡a Pj‡Q MvRxcyi gnvbMixi †Kvbvevwo mKj AvevwmK †nv‡U‡j †`ne¨emv| Gme AvevwmK †nv‡U‡ji g‡a¨ i‡q‡Q †nv‡Uj gyb AvevwmK, ‡nv‡Uj Bqvi B›Uvib¨vkbvj, ‡nv‡Uj ¸jkvb wfD AvevwmK, ‡nv‡Uj AwZw_ AvevwmK, ‡nv‡Uj †iBb‡ev AvevwmK, ‡nv‡Uj Wªxg j¨vÛ AvevwmK I †nv‡Uj AvevwmK †Mvìxb mvb| GB me cÖwZwU AvevwmK †nv‡U‡j i‡q‡Q bvbv eq‡mi †hŠb Kgx© Giv wdª ÷vB‡j cÖkvmb‡K g¨v‡bR K‡i wbf©‡q Pvjv‡”Q AmvgvwRK Kvh©Kjvc| GB me †`ne¨emvi mv‡_ RwoZ †nv‡Uj gyb Gi gvwjK bvwQiDwÏb nvIjv`v‡ii m‡½ Avjvc Kv‡j wZwb Rvbvb, cwÎKvq wbDR Ki‡j Avgv‡`i wKQzB n‡e bv | Zvi KviY Rvb‡Z PvB‡j bvwQi Av‡iv Rvbvq, MvRxcy‡ii cÖkvm‡bi GK Ea©eZb Kg©KZ©vi m‡½ i‡q‡Q †gvUv As‡Ki †jb‡`b|

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হরতার-অবরোধের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বিএনপি জোটের হরতাল, অবরোধ ও জ্বালও পোড়াও, অপরাজনীতির বিরুদ্ধে গাজীপুর মহানগর সেক্টর কমান্ডার’স ফোরামের উদ্যোগে গতকাল রবিবার সকালে গাজীপুর মহানগরের চান্দানা চৌরাস্তায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর শাখা সেক্টর কমান্ডার’স ফোরামের সভাপতি আব্দুল হামিদ এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম গাজীপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব রমিজ উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পদক আব্দুল বাতেন ভূইয়া, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি আবু নাসির খান তপন, আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনির হোসনে, বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইজ্জত আলী পালোয়ান, বাসন ইউনিট শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুল কাদির, প্রচার সম্পাদক আবুল হাসেম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন দেশে হরতাল অবরোধের নামে যে সহিংশতা চলছে, আগুন ও পেট্রোল বোমা মেরে মানুষ মারার রাজনীতি করছে তাদের এই জ্বালাও পোড়াও বন্ধ করার আহ্বান জানান।

কালীগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের মানববন্ধন

কালীগঞ্জ (গাজীপুর) ব্যুরো : বিএনপি-জামায়াতসহ ২০ দলের ডাকা অবরোধ ও হরতালের নামে সারাদেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৪টায় কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের বাজার বাসষ্ট্যান্ড এলাকায় দেশব্যাপী বিএনপি- জামায়াতসহ ২০ দলের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবিরের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল গনি ভূঁইয়া, যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ঘোষ ও এবিএম তারিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাপাসিয়ায় ফজলুল হক একাডেমির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া উৎসব

শাকিল হাসান, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁওস্থ ‘ফজলুল হক একাডেমি’র উদ্যোগে ৭ ফেব্রুয়ারী শনিবার ৫ম শ্রেণীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা, বার্ষিক ক্রীড়া উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন উপজেলা বিএনপির সভাপতি ও তরগাঁও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার ডেইজী, একাডেমির পরিচালক মোহতাছিম বিল্লাহ গুলজার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাছলিমা পারভীন, জেলা কেজি স্কুল এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্থানীয় ইউপি মেম্বার এহসান উদ্দিন খান প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ মনিনুর হক মনির।

গাজীপুরে কিন্ডার গার্টেন স্কুলে চলছে শিক্ষার নামে অর্থ বাণিজ্যের মহোৎসব তুহিন সারোয়ার।

গাজীপুরে কিন্ডার গার্টেন স্কুল গুলো টাকা কামানোর কারখানায় পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে এসব শিক্ষাপ্রতিষ্ঠান গ্রহন করেছে অভিনব কৌশল। ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠা এইসব কিন্ডার গার্টেন স্কুল কর্তৃপক্ষ বছরের শুরুতেই মেতে উঠে অর্থ বাণিজ্যে। শিক্ষাকে ব্যবসা হিসেবে বেছে নিয়ে এসব স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষকদের অর্থ বাণিজ্যে দিশেহারা হয়ে পড়েছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। জেলা শিক্ষা অধিদপ্তরের তদারকি না থাকায় এসব কিন্ডার গার্টেন স্কুল কর্তৃপক্ষ তাদের মনগড়া মতে চালাচ্ছে শিক্ষাদান কার্যক্রম। অভিভাবকরা হাজার হাজার টাকা ব্যয় করলেও কোমল মতি শিশুরা পাচ্ছেনা সঠিক শিক্ষা। এতে উদ্বেগ প্রকাশ করছে অভিভাবক মহল। শিক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে স্কুল পরিচালকরা মনগড়া নিয়ম নীতি চালু করেছে। সরকারি পাঠ্যতালিকা ছাড়াও কোমলমতি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে মাত্রারিক্ত নিজস্ব মনগড়া পাঠ্যতালিকা বইয়ের বুঝা। এ সকল বানিজ্যিক স্কুলের চিত্র অবাক করার মতো। দুধের শিশু থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি বাবদ জন প্রতি নেয়া হয় এক থেকে দুই হাজার টাকা। আবার সেশন ফি’র ক্ষেত্রেও একই অবস্থা।প্রতিবছর একজন শিক্ষার্থীকে সেশন ফি হিসেবে অতিরিক্ত গুণতে হয় ১ থেকে ২ হাজার টাকা। সে ক্ষেত্রে একটি হিসাবে দেখা যায়, একটি স্কুলে প্রায় ২’শ জন শিক্ষার্থী থাকলে প্রায় ৩ লাখ টাকা কোন রকম খরচ ছাড়াই অতিরিক্ত কামিয়ে নিচ্ছে কিন্ডারগার্টেন স্কুলের কর্তা ব্যক্তিরা। দৈনিক সরেজমিন বার্তার  অনুসন্ধানে জানা গেছে, বেসরকারি এসব বই প্রকাশনী মালিকরা কিন্ডার গার্টেন স্কুল কর্তৃপক্ষের সাথে আর্থিক সখ্যতা গড়ে তুলেছে। তারা স্কুল কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিচ্ছে তাদের প্রকাশনী বই পাঠ্যতালিকা করার জন্য। নতুন বছর শুরু হওয়ার এক মাস আগে থেকেই প্রকাশনী মালিকের প্রতিনিধিরা বিভিন্ন স্কুলে দৌড়ঝাপ শুরু করে তাদের বই পাঠ্যতালিকা করার জন্য। প্রকাশনী মালিকের কাছ থেকে মোটা অংকের আর্থিক সুবিধা পেয়ে স্কুল কর্তৃপক্ষ এসব বই বাধ্যতামূলক পাঠ্য তালিকা করছে। স্কুল কর্তৃপক্ষকে দেওয়া অর্থ পুষিয়ে নিতে প্রকাশনী মালিকরা এসব বইয়ের মূল্য বাড়িয়ে দিচ্ছে। প্রকাশনী ও স্কুল কর্তৃপক্ষের মাঝে অর্থিক লেনদেনের ব্যাবস্থা তৈরি হওয়ায় যে প্রকাশনী যে স্কুলকে হাত করতে পারে সে স্কুল ওই প্রকাশনীর বই পাঠ্যতালিকা করছে। স্কুল কর্তৃপক্ষ তাদের দেওয়া বুক লিস্টেই বই ও লিখকের নাম উল্লেখ করে দেয়। তার পরেও শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। এসব বই সংগ্রহ করতে পোহাতে হচ্ছে বিরম্বনা।কারণ, সব লাইব্রেরিতে এসব বই পাওয়া যায়না। প্রত্যেক এলাকার যে কোন একটি লাইব্রেরিতে কিনতে হয় এসব বই। এরও একটি কারণ অনুসন্ধানে বেরিয়ে আসছে,কারণটি হলো, একই এলাকার অন্য কোন লাইব্রেরীতে এ বই দেওয়া যাবেনা প্রকাশনীর সাথে এ শর্তসাপেক্ষে নির্দিষ্ট লাইব্রেরি মালিকরা বই কিনে আনছে। এ বই এলাকার কোন লাইব্রেরিতে না পাওয়ায় নির্দিষ্ট লাইব্রেরি থেকে কিনতে হচ্ছে বইয়ের মূল্য অনুযায়ী। এসব বই শিক্ষার্থীদের মেধা বিকাশে কোন উল্লেখযোগ্য নয় বলে অভিভাবকরা জানায়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কিন্ডার গার্টেন স্কুল, বই প্রকাশনী ও লাইব্রেরি মালিক পক্ষ চক্রের অর্থ বাণিজ্য চাঙ্গা করার জন্য কিন্ডার গার্টেন শিক্ষা ব্যাবস্থায় চলছে মনগড়া নীতিমালা। এ ছাড়াও রয়েছে বাধ্যতামূলক কোচিং বাণিজ্য। স্কুলের নাম করণে ডায়েরী, ক্যাপ, বেইজসহ বিভিন্ন সামগ্রীর বিক্রী করার বাণিজ্য। শিক্ষার্থীদের কাছে অতিরিক্ত দামে এসব সামগ্রী বিক্রি করেও আর্থিক ফায়দা লুটছে স্কুল কর্তৃপক্ষ।এসব কিন্ডার গার্টেনে খেলা-ধুলাসহ বিভিন্ন ফি আদায় করা হলেও বেশীরভাগ স্কুলেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতা, স্বাধীনতা ও বিজয় দিবস, একুশে ফ্রেরুয়ারি পালন করা হয়না। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানা এলাকায় বেসরকারি এসব কিন্ডার গার্টেন স্কুলের সংখ্যা প্রায় দুই হাজারের উপর। প্রতিটি পাড়া মহল্লায় এক শ্রেণীর অর্থ লোভী ব্যক্তিরা কেহ নিজস্ব এবং কেহ অন্যের বাড়ি ভাড়া নিয়ে কিন্ডার গার্টেন স্কুল গড়ে তুলেছে। এমন বাড়িতেও স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে শিক্ষার কোন পরিবেশ নেই। নিজের নাম স্বাক্ষর করতে পারেনা এমন ব্যক্তিও কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালনা করছে বলে অভিযোগ জানা গেছে। এসব স্কুলে মোটা অংকের টাকা হাতিয়ে নিলেও শিক্ষাদানের ব্যাবস্থা নাজুক। অধিকাংশ শিক্ষকই মাত্র এসএসসি পাস। উন্নত শিক্ষাদানের ব্যানার, সাইনবোর্ড ও পোষ্টার লাগিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মন আকৃস্ট করলেও বাস্তবে শিক্ষার মান খুবই খারাপ বলে জানায় একাধিক অভিভাবক। এসব স্কুলের শ্রেণী কক্ষে ভাল পাঠ দান প্রদান করা হচ্ছেনা। বিভিন্ন প্রতিকুলতার কারণে অভিভাবকরা বাধ্য হয়ে এসব স্কুলে তাদের সন্ত্রানদের লেখা পড়া করাতে হচ্ছে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দুর্বলতার সুযোগে এসব শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এছাড়া পাঠ্য পুস্তক ও সহায়ক উপকরণ স্কুল থেকে নেওয়া বাধ্যতা মূলক করে শূলে চড়াচ্ছেন অভিভাবকদের। অথচ শিক্ষার্থী প্রতি ধার্য বেতন পরিমান নাম মাত্র সম্মানী দেয়া হচ্ছে পাঠদানে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের।কোন কোন কিন্ডার গার্টেনে মাত্র ১০০০ টাকা মাসিক বেতন প্রদান করা হয় শিক্ষক-শিক্ষিকাদের। এই দৈন্যদশায় যখন চলছে কিন্ডার গার্টেন স্কুলে পাঠদান তখন নামমাত্র বেতন ভোগী শিক্ষক-শিক্ষিকারাও পিছিয়ে নেই গলা কাটার মিছিলে। তারা এক রকম ঘোষনা দিয়েই বাধ্যতামূলক করেছে প্রাইভেট পড়া। স্কুল শুরু এবং ছুটির আগে দুই সেশনে চলে তাদের বাধ্যতামূলক প্রাইভেট বানিজ্য। সেখানে মরার উপরে ফোঁড়া দিতে সিগ্ধ হস্ত শিক্ষকরা।অসামঞ্জস্য টিউশন ফ্রিতে কোন শিক্ষার্থী প্রাইভেট পড়তে অস্বীকৃতি জানালে সে পড়ে শিক্ষকদের দৃষ্টিগ্রাসে। ভাল লেখেও খারাপ ফলাফল, শ্রেণীকক্ষে শিক্ষকদের চক্ষুশূল হওয়াসহ নানা প্রতিকূলতায় পড়তে হয় ওই শিক্ষার্থীকে। কিন্ডার গার্টেন শিক্ষার এই ইচ্ছাতন্ত্রে অভিভাবকরা ত্যক্ত-বিরক্ত হলেও নিরবে গলা পেতে দিচ্ছেন কিন্ডার গার্টেন শিক্ষার অনিয়মের ছুরিতলে। শিক্ষাকে ব্যবসা হিসেব পরিণত করে এক শ্রেণীর লোকেরা কোমল মতি শিশুদের সর্বনাশ করছে। এসব শিশুরা সঠিক প্রাথমিক শিক্ষা পাচ্ছেনা বলে অভিভাবকদের অভিযোগ। শিক্ষার নামে এসব কিন্ডার গার্টেন গুলোর প্রতারনা রোধ অত্যন্ত জরুরী বলে মনে করছেন সচেতন মহল। তবে শিশুদের মাথায় অতিরিক্ত বইয়ের বুঝা চাপিয়ে দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলা শিক্ষা অধিদপ্তর।এসব কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষানীতি মালার উপর নজর দারি করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার দাবি জানিয়েছে সচেতন অভিভাকরা।

কালিয়াকৈরে ২টি দোকানে চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুত এলাকাস্থ টাঙ্গাইল সুপার মার্কেটে থাকা জুই কসমেটিকস্ এবং নাহার লাইব্রেরী নামক ২টি দোকান থেকে ৪লাখ টাকা ও ৬টি মোবাইল সেট চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইাহার লাইব্রেরীর মালিক সোহেল সরকার জানান, শনিবার ব্যাবসা শেষে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার সকালে এসে দেখি মাকের্টের টিনের চাল কেটে চোরদল দোকানে প্রবেশ করে আমার ৬টি মোবাইল সেট ও বিকাশ এ্যাকউন্টে থাকা সাড়ে ৩লাখ টাকা এবং আমার পার্শ্ববর্তী জুই কসমেটিস্ থেকে নগদ ৫০হাজার টাকা হাতিয়ে নিয়ে গেছে।

গাজীপুরে আগুনে ঝুটের গুদাম ও দোকান ভস্মিভূত

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় শনিবার গভীর রাতে আগুন লেগে চারটি দোকান এবং একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।  এঘটনায় কেহ হতাহত হয়নি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. শাহিন আলম জানান, শনিবার রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামটির একটি কক্ষ থেকে আগুন ধরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গুদামের পাঁচটি ঘরসহ বিভিন্ন মালামালের চারটি দোকান পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ওই বাজারের ব্যবসায়ীরা  দাবী করেন, আগুনে অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

শ্রীপুরে শিশু পল্লী প্লাস এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

   স্টাফ রিপোর্টার : উপজেলা শ্রীপুরের টেংরা গ্রামে গত ৬-০২-২০১৫ ইং রোজ শুক্রবার শিশু পল্লী প্লাসের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ৯ টায় ১ জোড়া কবুতরের পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি উদ্ভোদন করেন শিশু পল্লী প্লাসের ওউভাসী ডাইরেক্টর জনাব প্যাট্রিসিয়াকার। শিশু পল্লী প্লাস একটি সেবা মূলক সাহায্য সংস্থা। এটি ১৯৯৮ সালে স্থাপিত হয় যা ঢাকা-ময়মনসিংহ  মহাসড়ক এর এম সি বাজার থেকে ৪ কি: মি: পূর্ব দিকে টেংরা গ্রামে অবস্থিত। প্রতি বছরের মত এবারও ৬ ফেব্রুয়ারি  শিশু পল্লী প্লাসের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ৬ ফেব্রুয়ারিকে ওপেন ডে বলা হয় কারন অন্যান্য দিন সর্ব-সাধারণের প্রবেশ নিষেদ থাকলেও ৬ ফেব্রুয়ারি সকলেই শিশু পল্লী প্লাসে প্রবেশ করতে পারে। তার-ই প্রেক্ষিতে সকল শ্রেণীর মানুষকে ৬ ফেব্রুয়ারি শিশু পল্লী প্লাসে প্রবেশ করতে দেখা যায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির সময়সীমা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : গত ০৪ ফেব্র“য়ারি, ২০১৫ প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যলয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ২য় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ১০/০২/১৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ভর্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

জাতীয় বিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক চাকুরিচ্যুৎ

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন, পিতা- মোঃ ইউনুস আলী, বিশেষ কর্মকর্তার বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগ, দায়িত্ব পালনে অবহেলা, কার্যপরিধির আওতাবহির্ভূত বিষয়ে সুযোগ দানের প্রস্তাব, অসততা, অর্থলিপ্সা ও দুর্নীতির অভিযোগে গত ২১-০১-২০১৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১৫৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর চাকুরী থেকে অপসারন করা হয়েছে।

সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ।

সারাদেশে হরতাল অবরোধের নামে চলছে জ্বালাও পোড়াও 

মো: মাসুদ রানা : গতকাল  রবিবার বিকাল ৩টায় গাজীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের  সামনে  সারাদেশে হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যেগে  মানববন্দন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাজীপুর মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়াঅমীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড আব্দুল হাদী শামীম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম,এড.আমজাদ হোসেন বাবুল,মো: আব্দুর রাজ্জাক ,মনোজ গোস্যামী প্রমুখ । সমাবেশে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম বলেন সারাদেশে খেটে খাওয়া মানুষের উপর হামলা না করার জন্য বিশ দলীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ ভাবে আহব্বান জানান ।

টঙ্গীতে হত্যা ও ধর্ষণ মামলার আসামী হাফিজুল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর এরশাদ নগর এলাকায় চাঞ্চল্যকর ফয়সাল হত্যা মামলা ও একই এলাকার এক গৃহবধুকে গণ ধর্ষণ মামলার পলাতক আসামী এরশাদ নগর এলাকার ৫নং ব্লকের হাজী আলী আকবরের ছেলে হাফিজুলকে গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। তাকে গ্রেফতারের পর গতকাল গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। হাফিজুল গ্রেফতারের খবরে স্বস্তি ফিরে আসে জনমনে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মোস্তফিজসহ একদল পুলিশ এরশাদ নগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা ধর্ষণসহ একাধিক মামলার পলাতক আসামী হাফিজুলকে গ্রেফতার করে। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, হাফিজুলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তার গ্রেফতারের খবর পেয়ে সবাই খুশি হয়েছে। এব্যাপারে থানার ওসি ইসমাইল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তাকে আমরা দীর্ঘদিন ধরে খুজছি, সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

টঙ্গীতে বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু সংলগ্ন এলাকা থেকে গতকাল নাশকতায় জড়িত থাকার সন্দেহে থানা যুবদল নেতা মো. নাজমুল আলমকে (৩৫) গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তাকে ১২ জানুয়ারী চেরাগআলী মার্কেটে গাড়ি পোড়ানো ও ককটেল বিষ্ফোরণ মামলার আসামী দেখিয়ে গতকাল গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টঙ্গীতে নাশকতা বিরোধী মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টঙ্গী : শনিবার টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে টঙ্গী-কালীগঞ্জ সড়কে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধন করা হয়। বিএনপি-জামায়াত জোটের রাজনৈতিক কর্মসূচির আড়ালে পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। টঙ্গী সরকারি হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. মো. মাহাবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, ডা. রনজিত কুমার মল্লিক, মো. আল ফেসানী, মো. পারভেজ, মমতাজুর রহমান, মামুনুর রশিদ, মাসুদ রানা, এলিজা আক্তার, নার্স মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, নাসিমা খাতুন, তাওহিদুল ইসলাম হৃদয় প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট অযৌক্তিক হরতাল-অবরোধ দিয়ে দেশের নিরীহ মানুষকে পোড়াচ্ছে। তা মেনে নেয়া যায় না। তারা কোমলমতি পরীক্ষার্থীদের পরীক্ষায় বাধা সৃষ্টি করছে। যা কিনা একটি জাতির জন্য খুবই দুু:খের বিষয়।’

গাজীপুর জেলা রোভারের কাউন্সিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ স্কাউটস গাজীপুর জেলা রোভারের ৮ম ত্রিবার্ষিক কাউন্সিল রোববার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর গাজী মো. আকবর হোসেন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন। পরে ৩২ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা রোভারের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ ভাওয়ার বদরে আলম সরকারি কলেজ, অধ্যক্ষ টঙ্গী সরকারি কলেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  প্রফেসর এমএ বারী, কমিশনার প্রফেসর ড. মো. আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সম্পাদক মো. নুরুল আমিন, যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, জেলা রোভার স্কাউট লীডার মো. আব্দুস ছালাম, গ্রুপ কমিটির সভাপতির প্রতিনিধি মো. সানাউল্লাহ ও অধ্যাপক  মুকুল কুমার মল্লিক, মো. খলিলুর রহমান প্রমুখ।

মুক্তিপন না দেয়ায় হত্যার ১৫ মাস পেরিয়ে গেলেও চার্জসিট দেয়নি পুলিশ

গাজীপুরে মেধাবী ছাত্র সোহেল রানা অপহরণ

স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুর সদর থানার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষায় ২০১৩ সালে জিপিএ-৫ প্রাপ্ত এবং স্থানীয় ন্যাশনাল ফিড মিলের শ্রমিক ফজলুল হকের ছেলে সোহেল রানা (১৩) গার্মেন্টস কর্মী মাকে এগিয়ে আনতে গিয়ে একদল অপহরণকারী ও দূঃস্কৃতিকারীর শিকার হয়। অপহরণকারীরা তাকে ধওে নিয়ে গিয়ে তার পিতার কাছে মুক্তিপন দাবী করে। মুক্তিপনের টাকা না পেয়ে অবশেষে তাকে হত্যা করে লাশ গজারী বনে ফেলে রাখে। এঘটনার পর মামলা হলে ঘটনার সাথে জড়িত ৭ জনের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ প্রায় ১৫ মাস পেরিয়ে গেলেও পুলিশ এ মামলার চার্জসিট প্রদান না করায় মামলার বাদী ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহতের পিতা ফজলুল হক এ প্রতিনিধিকে জানান, আমি দরিদ্র মানুষ পেটের ভাত যোগাড় করা কষ্টকর তবুও আমি আমার মেধাবী ছেলেকে পড়াশোনা করাতে চেয়েছিলাম। সেই মোতাবেক ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় আমার ছেলে জিপিএ-৫ পেয়েছিলো। পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পূর্বেই গত ৮ ডিসেম্বর রাত ৮ টায় সোহেল রানা তার গার্মেন্টস কর্মী মাকে রাস্তা থেকে এগিয়ে আনতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা আমার ছেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং আমার কাছে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে। আমি মুক্তিপনের টাকা দিতে না পারায় সন্ত্রাসী ও অপহরণকারীরা ৯ ডিসেম্বর আমার ছেলেকে হত্যা করে লুটিয়ারচালা গজারী বনে ফেলে রাখে এবং ১০ ডিসেম্বর জয়দেবপুর সদর থানা পুলিশ আমার ছেলের লাশ উদ্ধার করে। এঘটনায় আমি বাদী হয়ে ১২ ডিসেম্বর জয়দেবপুর সদর থানার মামলা নং-৩৬ দায়ের করলে পুলিশ সন্দেহ ভাজন প্রথমে ২ জনকে গ্রেফতার করে এবং আদালতে ম্যাজিষ্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্ধীতে গ্রেফতারকৃত অপহরণকারীরা সোহেল রানাকে অপহরনের পর মুক্তিপণ না পেয়ে হত্যার কথা স্বীকার করে হত্যার ঘটনায় আরো ৫ জন জড়িত বলে নাম প্রকাশ করে। সেই মোতাবেক জেলা ডিবি পুলিশ আরো ৩ জনকে গ্রেফতার করলেও বাকী ২ জনকে আজো গ্রেফতার করতে পারেনি। উক্ত হত্যা মামলাটি প্রায় ১৫ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে ডিবি পুলিশ বাকী ২ জনকে গ্রেফতার বা মামলার চার্জসীট প্রদান না করায় আমরা শংকিত। আমি কি আমার সন্তান হত্যার বিচার পাবো কি না জানি না ? আমি আমার সন্তানের হত্যাকারীদের শাস্তি চাই।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন মামলাটি গাজীপুর জয়দে;বপুরের আলোচিত একটি হত্যা মামলা। এতো তারাতারি কি সমাধান হয়। মামলার তদন্ত চলছে। ইতিমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকী ২ জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। অচিরেই চার্জসীট প্রদান করা হবে।

গাজীপুরে ২টি সিনেমা হলে ভ্রাম্যমান আদালতের অভিযান, গ্রেপ্তার-২

গাজীপুরে সিনেমা হল থেকে গেপ্তারকৃত ২জন ও জব্দকৃত মালামাল।
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরে পৃথক ২টি অভিযান চালিয়ে দুটি সিনেমা হলকে জরিমানা ও ১ বছরের কারাদণ্ড অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা: রেবেকা সুলতানা ওই রায় প্রদান  করেন। জানা যায়, গতকাল রোববার বিকেলে গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ঝুমুর সিনেমা হল ও বি আই ডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা হলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় ঝুমুর সিনেমা হলে অননুমোদিত অশ্লীল পোস্টার ও বেআইনি ছবি পদর্শনের দায়ে মোঃ হযরত আলীকে গ্রেপ্তার করে ১ বছরের কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দিকে বিআইডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা হলে অভিযান চালিয়ে অশ্লীল পোস্টার ও নগ্ন ছবি পদর্শন কালে খন্দকার আল হাসিব (২৭) কে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের কানাইয়ায় তাফ্সীরুল কোরআন মাহ্ফিলের নামে চাঁদাবাজির অভিযোগ

তাফ্সীরুল মাহ্ফিল স্থগিত করার দাবী

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের ৩০ নং ওয়ার্ডের কানাইয়ায় তাফসিরুল কোরআন মাহ্ফিলের নামে চাঁদা আদায় করে জামাত শিবিরের মাধ্যমে নাশকতার কাজে ব্যয় করা হচ্ছে বলে গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগে প্রকাশ- প্রতি বছর কানাইয়া গ্রামে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। সেই আলোকে এ বছরও মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি- ২০১৫ইং তারিখে মাহফিল অনুষ্ঠিত হবার কথা। কাজেই মাহফিল কমিটি মাহফিলের নামে রশিদ দিয়ে দিয়ে চাঁদা আদায় করে চলছে। ওই টাকা দিয়ে তারা নামকাওয়াস্তে মাহফিল সম্পন্œ করে, বাকি টাকা গোপনে জামাত শিবিরের সদস্যরা নাশকতার কাজে ব্যয় করে। এতে আওয়ামীলীগ সরকারের সম্মান ক্ষুন্ন হচ্ছে। কাজেই স্থানীয় সচেতন মহল ওই মাহফিল স্থগিত করে চাঁদাবাজি বন্ধ করার দাবী জানিয়েছেন জেলা প্রশাসকের নিকট।  

কাপাসিয়ায় পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার পেওরাইট উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জজ কোটের আইনজীবী মোঃ আসলাম হোসেন। অনুষ্ঠানের উদ্বোধণ করেন পেওরাইট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহীদুল্লাহ মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন তরুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাদেক, তরুন পশিবচম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজুল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনির হোসেন, রেজাউল হক কাইয়ূম, নুরুল ইসলাম, ইউপি সদস্য আশরাফ আলী, পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, পরিচালনা কমিটির সদস্য মনির হোসেন, তরুন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুয়েল রানা, পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান বেপারী, সম্্রাট ট্রান্স লাইন পরিবহনের পরিচালক লিখন হোসেন খান দবির, সহ-সভাপতি মোরশেদুল আলম, সমাজ সেবক হেলাল উদ্দিন, শিক্ষানুরাগী সাব্বির ভূঁইয়া, সাংবাদিক আকরাম হোসেন হিরন, পাকিয়াব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, হারুন অর রশীদ, হামিদা বেগম, রোকেয়া, ফৌজিয়া, আবুল হোসেন, শারমিন আক্তার, রোকেয়া, আব্দুস সাত্তার, আবুল বাশার প্রমূখ।

শ্রীপুরে বিএনপি’র অভিভাবকহীন আন্দোলন

কোন কর্মসূচিতে নেই মনোনয়ন প্রত্যাশীরা

আলমগীর হোসাইন, (শ্রীপুর) গাজীপুর : গত ৫ জানুয়ারী বিএনপি চেয়ারপার্সন ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। এরপর থেকে সারাদেশে একযোগে শুরু হয় অবরোধ। অবরোধের পাশাপাশি জেলা ও বিভাগীয় শহরগুলোতে পালিত হয় হরতালসহ আলাদা আলাদা কর্মসূচি। কিন্তু ব্যতিক্রম গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি। অবরোধ হরতালে প্রকাশ্যে আন্দোলন করার কথা থাকলেও রাস্তায় পিকেটিং, মিছিল সমাবেশ করতে দেখা যাচ্ছেনা সাত মনোনয়ন প্রত্যাশীদের। যা হচ্ছে তা হলো চোরাগোপ্তা হামলা-নাশকতা। অবরোধের শুরুর দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ও সিএন্ডবি এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল হয়েছে। অথচ এ উপজেলায় রয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব’র) যুগ্ন মহাসচিব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্যসহ সাতজন মনোনয়ন প্রত্যাশী।
তারা হলেন জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব’র) যুগ্ন মহাসচিব ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সফিকুল ইসলাম আকন্দ, গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, সহ-সভাপতি ও রাজাবাড়ী ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ এবং শ্রীপুর পৌর বিএনপি’র উপদেষ্টা ব্যারিষ্টার ফজলুল করিম মন্ডল জুয়েল। প্রকাশ্যে কর্মসূচিতে নেই গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-মির্জাপুর) সংসদীয় আসনের বিএনপির ওইসব মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচন ঘনিয়ে আসলে দৌড়ঝাঁপ বাড়ানো এসব নেতা এখন কোথায় তা নিয়ে নেতা-কর্মীদের রয়েছে নানান অভিযোগ।
তাছাড়া মনোনয়ন প্রত্যাশীসহ উপজেলা পর্যায়ের অন্যান্য সিনিয়র নেতাদেরও মাঠে না পেয়ে আন্দোলনে উৎসাহ হারিয়ে ফেলেছেন মধ্যম ও তৃণমূলের নেতা-কর্মীরা। এ অবস্থায় আগামী দিনে শ্রীপুরে আন্দোলন কর্মসূচী কিভাবে সফল করা যাবে তা নিয়ে চিন্তিত বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা। রাজপথের রাজনীতিতে বেশ সক্রিয় থাকলেও সাম্প্রতিক আন্দোলনগুলোতে মনোনয়ন প্রত্যাশী নেতাদের একেবারেই দেখা যাচ্ছে না। বিএনপি’র তৃণমূল নেতাকর্মীদের মতে মনোনয়ন প্রত্যাশীরা যদি হিংসা-বিভেদ ভুলে নিজ নিজ এলাকায় আন্দোলনের তত্ত্বাবধান করতেন তবে দলের কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়তো কয়েকগুণ এবং কর্মীরাও উৎসাহিত হতো অনেক। শ্রমিকদল ও ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের নিজ নিজ আয়োজনে কেন্দ্র ঘোষীত কার্যক্রম থেমে থেমে দেখা গেলেও মাঠে নেই যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিএনপির অন্য সংগঠনগুলো। স্থানীয় রাজনীতিতে রয়েছে নানা সমীকরণ। নেতারা কেন মাঠে নেই এ নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে। দলের অনেক নেতাকর্মীর অভিযোগ মামলা পরিচালনায় নেতারা কোনোরকম সহযোগিতা করছেন না।
বিএনপির উপজেলা কমিটির সাথে ইউনিয়নগুলোর সমন্বয়হীনতাকেও আন্দোলনের ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। বিচ্ছিন্ন ঘটনায় পার্কিং করা গাড়িতে আগুন ও চলন্ত ট্রেনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে শ্রীপুরে। এসব ঘটছে চোরাগোপ্তাভাবে। বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকা যাবার পথে গাজীপুরের প্রবেশদ্বার শ্রীপুর। তাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা অংশ অবরোধের কর্মসূচিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থান হলেও কোথাও প্রকাশ্যে কোনো পিকেটিং নেই নেতাকর্মীদের। শ্রীপুর বিএনপির অভিভাবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা মাওলানা রুহুল আমীন অসুস্থতার কারনে প্রকাশ্যে এবার মাঠে না থাকলেও বিগত অন্দোলনগুলোতে তিনি ছিলেন সরব। অসুস্থ সত্বেও তিনি নেপথ্যে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ভূমিকা রাখছেন বলে মন্তব্য করছেন দলের চার ভাগের এক অংশের নেতাকর্মীরা। তাছাড়া উপজেলার বিভিন্ন বিয়ে, সুন্নতে খাৎনা ও সামাজিক অনুষ্ঠানে নিজের উপস্থিতির মাধ্যমেও নেতাকর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন।   
সাম্প্রতিক অবরোধ-হরতালে মামলা ও হয়রানীর শিকার দলের নেতাকর্মীদের সাথে সমন্বয় হচ্ছে কিনা জানতে চাইলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সফিকুল ইসলাম আকন্দ বলেন, সকল নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগযোগ হচ্ছে। যতটুকু সম্ভব দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কথা বলে মামলায় অভিযুক্তদের জামিনের ব্যবস্থা করছি এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মহিদুল ইসলাম নয়নকে জামিনে মুক্ত করেছি।
গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসেন সবুজ বলেন, উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদর সাথে যতটুকু সম্ভব শান্তিপুর্ণ আন্দোলন কর্মসূচী পালনের জন্য পরামর্শ দিচ্ছি এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করছি। যারা গ্রেফতার হচ্ছে বিভিন্ন মাধ্যমে তাদেরকে সহযোগীতা করছি এবং অন্যান্য নেতাকর্মীদের জামিনের ব্যাপারে আইনী সহায়তার জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলছি।    
নাম প্রকাশ না করার শর্তে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের এক নেতা এ প্রতিনিধিকে জানান, উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান ফকিরকে ঘোষীত কেন্দ্রীয় কর্মসূচী পালনের বিষয়ে ফোন দিলে তিনি বলেন তোমরা কর্মসূচী পালন কর। আমি শীতের জন্য উঠতে পারতেছিনা।
শ্রীপুর উপজেলার অভিভাবকহীন আন্দোলনের পরিণতি কোনদিকে তা নিয়ে যথেষ্ট ক্ষোভ এখানকার নেতাকর্মীদের। এদিকে মামলা হামলার প্রতিবাদে শ্রীপুর উপজেলায় দলীয় কর্মসূচীগুলোতে উপজেলা বিএনপির ছিল না কোনো প্রত্যক্ষ সমর্থন। এমনকি নেতাকর্মীরাও অবরোধ-হরতালের দিনগুলোতে কোনো ব্যানারে পিকেটিং করেনি।
শ্রীপুর উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি’র ৭জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও মহাসড়কে কর্মসূচী পালনে মাঝে মাঝেই তৎপর মাওনা আঞ্চলিক এলাকার নেতাকর্মীরা। গত ৩০ দিনের অবরোধ-হরতালের আন্দোলনে তৃণমূল নেতাকর্মীদের স্ব স্ব উদ্যোগে তৎপরতা থাকলেও মনোনয়ন প্রত্যাশী ওই ৭ জনের কাউকে কোনো কর্মসূচিতে বা মাঠে দেখা যায়নি। শ্রীপুর উপজেলা জুড়ে যখন নেতাদের এই নিষ্ক্রিয়তা, সেখানে মাঠ পর্যায়ের সাধারণ কর্মীরা হতাশ। তৃণমূলের কর্মীরা এতোটাই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন যে, এই মুহূর্তে নেতাদের সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না তারা। আন্দোলন কর্মসূচিতে বরাবার গাজীপুরের শ্রীপুর আলোচনায় থাকলেও এবার তার ব্যতিক্রম। অবরোধের শুরুতে শ্রীপুরে তৃণমূল নেতাকর্মীদের কিছু তৎপরতা দেখা গেলেও পরবর্তীতে মামলায় আসামী হওয়ায় তাদের আর দেখা যায়নি। এমনকি গত সপ্তাহের হরতালেও চোখে পড়েনি উপজেলা বিএনপির কোনো পিকেটিং বা মিছিল।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মীরা জানান, মনোয়ন প্রত্যাশীদের মধ্যে ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিভিন্ন সময় রাজধানীতে দলের পেশাজীবী, মানববন্ধন এবং গোলটেবিল বৈঠকের কর্মসূচীতে ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়াতে দেখা বা পাওয়া গেলেও নিজ নির্বাচনী এলাকায় আন্দোলনের কোনো কর্মসূচীতে দেখা যায় না। কুতুব উদ্দিন আহমেদ রাজধানীর পান্থপথে নিজের টাইলস্ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। এছাড়া ব্যরিষ্টার ফজলুল করিম মন্ডল জুয়েল বছরের অর্ধেক সময় থাকনে দেশের বাহিরে। সাবেক ছাত্রনেতা ও গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ স্ব-পরিবারে থাকেন জেলা শহর গাজীপুরে। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা শ্রীপুরে অবস্থান করলেও তাদের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে না থাকার অভিযোগ রয়েছে নেতাকর্মীদের। 
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাজাহন ফকির জানান, শ্রীপুরের মানুষ সবসময় শান্তিপুর্ণ পরিবেশে আন্দোলনমুখী। উপজেলার বিভিন্ন স্থানে দলের ঘোষীত কর্মসূচি পালিত হয়েছে এবং হচ্ছে। অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাসহ উপজেলার অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা রয়েছে। এই কারণে বড় কর্মসূচি পালন করা যাচ্ছে না। তাছাড়া আমদের গনতান্ত্রিক অধিকার পালন করতে বাধা দিচ্ছে স্থানীয় পুলিশ প্রশাসন। অন্দোলন করতে গেলেই অহেতুক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে।

গাজীপুরে পুলিশের সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা


স্টাফ রিপোর্টিার : দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে গাজীপুর পুলিশ লাইনে শনিবার মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, আফজাল হোসেন সরকার রিপন, মাসুদ রানা এরশাদ, তৌহীদুল ইসলাম দীপ প্রমুখ।

কাপাসিয়া উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদের সাধারণ সভা ৭ ফেব্রুয়ারি সকালে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি । কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা’র সভাপতিত্বে  অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার ডেইজী, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার গোলাম কিবরিয়া, কৃষি অফিসার আশীষ কুমার কর, প্রানী সম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাফিজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাকির হোসেন, যুব উন্নয়ন অফিসার শামীমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকতা নাসরিন আক্তার, সিংহশ্রী ইউপি চেয়ারম্যান মানসুর ভূঁইয়া, রায়েদ ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, টোক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, ঘাগটিয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, সন্মানিয়া ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন বিএসসি, কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহ্বুবুল আলম মোড়ল, তঁরগাও ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, চাঁদপুর ইউপি চেয়ারম্যান তৈয়ব আলী  ভূঁইয়া প্রমূখ। 

কালিয়াকৈরে সন্ত্রাসীদের শাস্তিরদাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর দক্ষিন পাড়া এলাকার জনগণ শনিবার বিকেলে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, সফিপুর দক্ষিন পাড়া এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসীদের কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে। স্থানীয় শান্তিপ্রিয় জনগণ দীর্ঘদিন যাবত সন্ত্রাসীদের বিরোদ্ধে প্রতিবাদ করেও কোন সফলতা পাচ্ছেনা উল্টো নির্যাতনের শিকার হচ্ছে অনেকেই। ক্ষতিগ্রস্থদের আহাজারীতে স্থানীয় জনতা শনিবার বিকেলে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সফিপুর বাসস্ট্যান্ড হয়ে এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে সেকান্দার মার্কেটে গিয়ে সমাবেশ করে। তৈয়ব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, খাজা মাঈনুদ্দিন, সেকান্দার আলী, আতোয়ার আলী, আব্দুল হালিম প্রমুখ। বক্তারা বলেন কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামী, সাত্তার, বাচ্চু, সুহেল, আলমগীর, ফোরকান ও ইব্রাহীম এবং তাদের সহযোগীরা এলাকায় অপরাধমুলক কাজ করে সকলের শান্তি নষ্ট করছে। অতিশিঘ্র তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দৃষ্টান্তমুলক দাবী জানান। 

গাজীপুরে সানশাইন ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

মানিক সরকার : গতকাল শনিবার গাজীপুর মহানগরের উত্তর ছায়াবিথীস্থ সানশাইন ক্যাডেট একাডেমীর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই (নিসচা) গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ লোকমান হোসেন।
সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা আলহাজ্ব মোঃ সাদেকুজ্জামানের সভাপতিত্বে ওই ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পিটিআই গাজীপুরের ইন্সট্রাক্টর মোঃ সুলতান উদ্দিন মোকামী, উত্তর ছায়াবিথী মহল্লা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, গাজীপুর রোটারী ক্লাবের সাবেক সেক্রেটারী মোঃ সায়েদুল হক মোল্লা, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের এজিএম মোঃ আমির উদ্দিন প্রমুখ। ক্রীড়ানুষ্ঠান সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সানশাইন ক্যাডেট একাডেমির পরিচালক ইঞ্জি: সেলিম সরকার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সানশাইন ক্যাডেটের সিনিয়র শিক্ষক মোঃ আবুল হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

গাজীপুর মহানগরের কুনিয়ায় যুবলীগের নাম ভাঙ্গিয়ে জমি দখলের পায়তারা ঃ ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা

স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের কুনিয়াতে গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (পিঃ মোঃ নং- ৮৬/১৫) কর্তৃক ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখলের পায়তারা চালাচ্ছেন একটি ভূমিদস্যু চক্র। 
জানা যায়, ওই এলাকার আবুল কাশেম জনৈক শাহ আলমের কাছ থেকে ভুয়া মালিকানার মাধ্যমে বায়নানামা দলিল সৃজন করিয়া স্থানীয় মৃত হাছেন আলীর পুত্র ফজলুল হকের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এ বিষয়ে ফজলুল হক অবৈধ ভাবে জমি দখলে পায়তারা করলে ওই ভূমিদস্যুদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়রী (নং-২২২, তাং-৪/২/১৫) করেন।
আবুল কাশেম পার্শ্ববর্তী কুনিয়া উত্তর পাড়া এলাকার জনৈক শাহ ্আলমের নিকট থেকে ২ কাঠা সম্পত্তি বায়না নামা দলিল করে উক্ত জমিতে দখলের জন্য পায়তারা করলে পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি হিসেবে ফজলুল হক নিরূপায় হয়ে গত ২৯/০১/১৫ খ্রিস্ট্রাব্দে গাজীপুর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে ওই সম্পত্তির উপর ১৪৪ ধারা দায়ের করেন।  বর্তমানে যে কোন  সময় ১৪৪ ধারা ভঙ্গ করে আবুল কাশেমগং দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করতে পারে বলে জমির মালিক ফজলুল হক আশংকা প্রকাশ করছেন।    
এ বিষয়ে ফজলুল হক জানান, পৈত্রিক সূত্রে সর্বশেষ রেকর্ড অনুযায়ী গত ০৬/০২/২০১২ খ্রিস্টাব্দে গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস হইতে নিজ নামে নামজারী ও জমাভাগ করে দীর্ঘদিন যাবৎ ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন।
আবুল কাশেম জানান, ওই সম্পত্তি ফজলুল হকের জেঠা হোসেন আলী (পিতার বড়ভাই) ওয়ারিশিয়ানদের নিকট থেকে জনৈক শাহ আলম ওই সম্পত্তি ক্রয় করেন। পরে আবুল কাশেম শাহ আলমের নিকট থেকে ২ কাঠা সম্পত্তি বায়নানামা দলিল করেন।
এদিকে ফজলুল হক জানান, তাঁর জেঠা প্রাপ্ত অংশের চেয়ে বেশি সম্পত্তি অনেক পূর্বেই বিক্রি করে নিঃস্বত্ববান হন।    
এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি একই এলাকার মৃত আক্কেল আলীর পুত্র আবু হানিফের জমি অবৈধ ভাবে দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে আবুল কাশেম। এ বিষয়ে আবু হানিফের আবেদনে গাজীপুর আদালত ১৪৪ ধারা জারি করেন।
আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অবৈধ জমি দখলের অভিযোগ উত্থাপিত হয়েছে। আবুল কাশেমের পুত্র যুবলীগ নেতা মোঃ ইসমাইল হোসেন সরকার দলীয় প্রভাব খাটিয়ে পিতাপুত্র মিলে এ সমস্ত অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করছেন সাধারণ মানুষ।

গাজীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : গতকাল ৭ ডিসেম্বর শনিবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে মাস্টারমাইন্ড ফাউন্ডেশন কর্তৃক পিএসসি ও জেএসসিতে এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ খালেদুল ইসলাম।
বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে এ কে এম মতিউর রহমান ও মোঃ জাহির উদ্দিন আলম, জামিয়া ওসমানিয়া সাতাইশ, ট্ঙ্গীর মুফতি মাহদী হাসান আল-আমিন, নূর বিডি ডট কম এর সম্পাদক সৈয়দ সামছুল হুদা, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক আলী হাসান তৈয়্যব, রাজাবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মুফতি খন্দকার মুজাম্মিলুল হক প্রমুখ। অনুষ্ঠানে মাস্টারমাইন্ড ফাউন্ডেশনের পক্ষে হাসান মাহমুদ ও আনাস বিন আনওয়ার উপস্থিত ছিলেন।

কাপাসিয়ায় ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক সুজন দাসকে ধরিয়ে দেয়ার আহবান

ব্যুরো চীফ, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়–য়া জনৈক ছাত্রী ধর্ষণের ঘটনার সাথে জড়িত বখাটে সুজন দাসকে ধরিয়ে দিতে তার পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। সন্মানিয়া মধ্যপাড়ার খোকা মিয়ার কন্যা ধর্ষণের ঘটনায় ১ ফেব্রুয়ারী তার মা রাজিয়া বেগম বাদী হয়ে সুজন দাসের বিরুদ্ধে কাপাসিয়া থানায় (নং-০১) মামলা দায়ের করেছে। সুজন দাস একই গ্রামের সন্তুষ দাসের পুত্র। গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় ছাত্রীটি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ি সংলগ্ন টয়লেটে গেলে সুজন দাস তার ২/৩ জন সহযোগি নিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। বহু খোঁজাখোজি করে ওই রাতেই তাকে পার্শ্ববর্তী কলাবাগান থেকে আশংকা জনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসি ধর্ষকের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।



৮ম শ্রেনীর ছাত্র শিশিরের জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের প্রয়োজন

আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন

ব্যুরো চীফ, কাপাসিয়া : পিতৃহীন দরিদ্র ও সহায়-সম্বলহীন অসহায় পরিবারের সন্তান ৮ম শ্রেণীর মেধাবী ছাত্র মাহবুব আলম শিশির দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার জীবন সংকটাপন্ন। প্রায় দেড় বছর যাবত পরিবার ও আতœীয়-স্বজনের সহযোগিতায় ভারতে গিয়ে চিকিৎসা করছে। তার স্থায়ী চিকিৎসা ও সুস্থ্যতার জন্য আরো ৮ লাখ টাকা প্রয়োজন। সে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। গত ৭ বছর আগে তার পিতা মারা যাবার পর বহু কষ্টে মাতা ডলি আক্তার ৪ সন্তানের ভরণ-পোষন করছেন। পরিবারের পক্ষ থেকে শিশিরের মা সমাজের ভিত্তবানদের নিকট তার সন্তানের জীবন বাঁচাতে আর্থিক সাহায্য ও সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ঃ কাজী মেহেদী হাসান, একাউন্ট নাম্বার ঃ ০৪৪১১২০১৩৮৯৯৫, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, কাপাসিয়া শাখা, গাজীপুর। মোবাইল (বিকাশ) ঃ ০১৭১৮১৫৪৫৬৬। 

আলমগীর হোসাইন, শ্রীপুর, গাজীপুর.
গাজীপুরের শ্রীপুর রঙ্গিলা বাজারে মালবাহি ট্রাকে আগুন দিয়েছে দূবৃত্তরা।
 শনিবার বিকাল .৩০ মিনিটের দিকে পেট্রোল বোমা মেরে দূবৃত্তরা
পালিয়ে যায় এই ঘঠনায় রিার্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক
করতে পারেনী