স্টাফ রিপোটার্স: টেলেন্টহাট এর আয়োজনে ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় - ২০১৫ গত কাল গাজীপুরের সোনারতরি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় গাজীপুর জেলার বিভিন্ন কলেজ অংশগ্রহন করে। ফাইনাল রাউন্ডে আংশ গ্্রহনের গৌরব অর্জন করে ‘গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ’ এবং ‘গাজীপুর বিজ্ঞান কলেজ’। ফাইনাল রাইন্ডে গাজীপুর বিজ্ঞান কলেজ জেলা চেম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। গাজীপুর বিজ্ঞান কলেজ থেকে ইংলিশ বিতর্ক ও উপস্থাপনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে একাদশ শ্রেনির ছাত্র সোহেল রানা (বিজ্ঞান বিভাগ) মো: সাজ্জাত হোসাইন (বিজ্ঞান বিভাগ) এবং জুলেখা আক্তার জুই (ব্যবসায় শিক্ষা বিভাগ)। অনুষ্ঠানে ‘গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজ’, ‘গাজীপুর বিজ্ঞান কলেজ’ এবং টেলেন্টহাট এর প্্রভাষক, কর্মকতা ও কর্মচারি উপস্থিত ছিলেন।