পুুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার সকালে নগরীর ভোগড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সকালে রাশেদুল বটি দিয়ে গলা কেটে তার ছেলে সাইদকে হত্যা করেন। পরে ঘরের দরজা বন্ধ করে নিজেও ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পাশের বাড়ির লোকজন জানালা দিয়ে ঘরের ভেতর তাদের লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।