গাজীপুরেকাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে
শহীদ আহ্সান উল্লাহ মাষ্টার একাডেমিক ভবন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এবং ভবন
উদ্বোধন করছেন- মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
|
স্টাফ রিপোর্টার : গাজীপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আজিম উদ্দিন কলেজে ৪ তলা ভীত বিশিষ্ট নব-নির্মিত শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীক ভবনের শুভ উদ্বোধন ৬ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টারে সুযোগ্য সন্তান কাজী আজিম উদ্দিন কলেজ গভর্নিং বডির সভাপতি ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে ওই ভবনের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। কলেজে ১৭ হাজার শিক্ষার্থীদের শিক্ষার জন্যে সরকারের লক্ষ লক্ষ টাকা খরচে বহুতল ভবন নির্মাণ করেছি। ফলে অতিতের চেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এই কলেজে বর্তমানে ৭ টি বিষয়ে অনার্স ও ব্যবস্থাপনা বিষয়ে মাষ্টার্সে লেখাপড়া চলছে। এছাড়া মাষ্টার্সে ২টি বিষয় ও অনার্সের
৩টি বিষয় খোলার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। অল্প দিনের মধ্যে তা কার্যকর হবে।
ফলে পরবর্তীতে পূণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে কাজী আজিমদ্দিন কলেজে রূপান্তর হবে। সকলের আবেদন ও নিবেদনের ভিত্তিতে তিনি কলেজটিকে সরকারী করণ করার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক/উন্নয়ন) এস এম মোস্তফা কামাল, কলেজ গভর্নিং বডির সদস্য যথাক্রমে অধ্যাপক মোঃ আয়েশ উদ্দিন ও প্রফেসর ফেরদৌসী মাহমুদা, আওয়ামীলীগ নেতা মোঃ সফর উদ্দিন খান, গাজীপুর শহর আওয়ামীলীগের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা আতাউল্লাহ মন্ডল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজসহ এড. আমানত হোসেন খান, দিলরূবা ফায়জিয়া, আব্দুল জব্বার নুরু, শরিফুল ইসলাম ও মারিফ দর্জি প্রমুখ।