নূরে আলম সিদ্দিক : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্বিদ্যালয় কলেজে শনিবার সকালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদেরকে নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজের প্রতিষ্ঠাতা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল।
পরিচিতি সভায় আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন কলেজের উপাধ্যাক্ষ মাহমুদুল হক, কলেজ পরিচালনা পরিষদ সদস্য মোঃ ফজলুল হক মুসুল্লিসহ মোঃ শফিকুল ইসলাম শফি, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওজেশ আলী, সহকারি অধাপক যথাক্রমে জাহিদ সারোয়ার ও নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদেরকে কলেজ পরিচালনা পরিষদ সদস্য, শিক্ষক মন্ডলী ও অন্য বর্ষের শিক্ষার্থীরা নয়া শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।