শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজে নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

নূরে আলম সিদ্দিক : গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্বিদ্যালয় কলেজে শনিবার সকালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদেরকে নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কলেজের প্রতিষ্ঠাতা ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন দুলাল। 
পরিচিতি সভায় আরো যারা বক্তব্য রাখেন তারা হলেন কলেজের উপাধ্যাক্ষ মাহমুদুল হক, কলেজ পরিচালনা পরিষদ সদস্য মোঃ ফজলুল হক মুসুল্লিসহ মোঃ শফিকুল ইসলাম শফি, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নওজেশ আলী, সহকারি অধাপক যথাক্রমে জাহিদ সারোয়ার ও নূর মোহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদেরকে কলেজ পরিচালনা পরিষদ সদস্য, শিক্ষক মন্ডলী ও অন্য বর্ষের শিক্ষার্থীরা নয়া শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।