কাপাসিয়া ব্যুরো অফিস : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের কৃষক আলফাজ উদ্দিনের কন্যা ২ সন্তানের জননী তাহ্মিনা (৩০) যৌতুকের দাবীতে স্বামী ফারুক হোসেন কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
কাপাসিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, গত প্রায় ১০/১২ বছর আগে উপজেলার রায়েদ ইউনিয়নের দেওনা উত্তর পাড়া আব্দুস ছাত্তারের পুত্র ফারুকের (৪৬) সাথে তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা ভাবে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে এবং শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করে। পিতা তার কন্যার সুখের কথা চিন্তা করে একাধিক বার ফারুককে কিছু টাকা দেয়। সম্প্রতি বিদেশ যাবার নাম করে ২ লাখ টাকা পিতার নিকট থেকে এনে দেবার জন্য চাপ প্রয়োগ করে। এতে তাহমিনা অপারগতা প্রকাশ করলে গত ৯ নভেম্বর তার স্বামী ফারুক, তার পিতা- আঃ ছাত্তার (৭০), দোলেনা বেগম (৫০), আবুল কালাম (৩২), ছালমা (২৫) তাকে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে পিটাইয়া ও কিল ঘুষি, লাথি মেরে মারাত্বক ভাবে আহত করে। পরে খবর পেয়ে পিতার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে তাহমিনা বাদী হয়ে তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।