সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের উত্তর খাইলকুরের আব্দুল আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) কে মাদক ব্যবসার অপরাধে রোববার সকালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানাযায়- ২০১১ সালের ২৯ জানুয়ারি ইসমাইল হোসেনের ঘর থেকে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বস্তায় ভর্তি ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই সময় তারা মাদক ব্যবসায়ী ইসমাইলকেও হাতেনাতে আটক করে।
পরে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল কবীর ওই বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার ইসমাইল হেসেনকে