শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরের প্যারেড আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

স্টাফ রিপোর্টার : গাজীপুরের চান্দনা চৌরাস্তার প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ বন্ধে হোটেল স্থায়ীভাবে বন্ধ করার জন্য জেলা প্রসাশকের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। গত ১৯ নভেম্বর বিকেলে গাজীপুর মহানগর প্রেসক্লাবে চান্দনা চৌরাস্তা এলাকাবাসীর পক্ষে মো. জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চান্দনা চৌরাস্তায় নূর প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল খারাপ প্রকৃতির মেয়েদের দিয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এই বিল্ডিংয়ের ২য় তলায় বেসিক ব্যাংক ও আন্ডারগ্রাউন্ডে এম.এ.টি হাসপাতাল এবং পাশেই রয়েছে ইম্পোএঞ্জেল স্কুল। হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত খদ্দের ও মেয়েদের আনাগোনার কারনে ব্যাংক, হাসপাতাল ও স্কুলে আগত অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রী, রোগি এবং ব্যাংকে আগত গ্রাহকদের মারাত্মক ব্যাঘার সৃষ্টি হয় বলে অভিযোগ করেন। ইতিপূর্বে বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা নিরাপত্তা চেয়ে গাজীপুর পুলিশ সুপারের নিকট আবেদন করে। পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা নিজে ২/৩বার হোটেলটি বন্ধ করে সিলগালা করে দেন। বন্ধের কিছুদিনের মধ্যেই হোটেল মালিক ইয়াছিন, ম্যানেজার অরুন, কর্মচারি বলাই চন্দ্র, মধু মিয়া পরস্পর যোগসাজসে পুনরায় হোটেলটি চালু করে আগের মতোই অসামাজিক কার্যকলাপ চালাতে থাকে। এ ব্যাপারে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অভিযোগটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতে তারা জেলা প্রশাসকের নিকট অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন জিসিসি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার খালেকুজ্জামান তালুকদার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সেক্রেটারি এম.আমজাদ খান,  ইম্পো এঞ্জেলস্ স্কুলের প্রধান শিক্ষক খন্দকার সোলায়মান, ইঞ্জি. নুরুল হক, আসকের উপ-পরিচালক মিলন সারোয়ার, গাজীপুর ডাইরেক্টরীর সহকারি সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, মহানগর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।