শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে মাদক বিরোধী গণসচেতনতা মূলক কর্মসূচী

মোঃ বায়েজীদ হোসেন : “মাদককে না বলুন” মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ মাদক বিরোধী আলোচনা সভা গত ২১ নভেম্বর শনিবার সকাল ১০টা গাজীপুর শহরের বি.আই.ডি.সি রোডে অবস্থিত গাজীপুর বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর সহকারী পরিচালক নাছির উল্লাহ ভূইয়া। এসময় তিনি মাদকের কুফল সম্পর্কে জনগনকে সচেতন করে তোলা এবং মাদক অপরাধ নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগনকে মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে অংশ গ্রহনের আহব্বান জানান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গাজীপুর এর পরিদর্শক মোঃ খোরশেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার ফটো সাংবাদিক ইলিয়াস আপন, উপ-পরিদর্শ মোঃ মাহবুবুল আলম ভূইয়াসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন, কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দগন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, গাজীপুর বিজ্ঞান কলেজের ছাত্রী আদিবা বিনটে আলম (রোদ্রী) ও তাসিন।