শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে মাদক বিরোধী গণসচেতনতা মূলক কর্মসূচী

মোঃ বায়েজীদ হোসেন : “মাদককে না বলুন” মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর উদ্যোগে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকসহ মাদক বিরোধী আলোচনা সভা গত ২১ নভেম্বর শনিবার সকাল ১০টা গাজীপুর শহরের বি.আই.ডি.সি রোডে অবস্থিত গাজীপুর বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, গাজীপুর এর সহকারী পরিচালক নাছির উল্লাহ ভূইয়া। এসময় তিনি মাদকের কুফল সম্পর্কে জনগনকে সচেতন করে তোলা এবং মাদক অপরাধ নিয়ন্ত্রণে সর্বস্তরের জনগনকে মাদক বিরোধী গনসচেতনতা মূলক কর্মসূচীতে অংশ গ্রহনের আহব্বান জানান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রোমান শাহ্ আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ বায়েজীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, গাজীপুর এর পরিদর্শক মোঃ খোরশেদ আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক নওরোজ পত্রিকার ফটো সাংবাদিক ইলিয়াস আপন, উপ-পরিদর্শ মোঃ মাহবুবুল আলম ভূইয়াসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন, কার্যালয়ের সকল কর্মকর্তাবৃন্দগন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন, গাজীপুর বিজ্ঞান কলেজের ছাত্রী আদিবা বিনটে আলম (রোদ্রী) ও তাসিন।

কালীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ আহত ৩০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে প্রাইভেটকার-যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে কমপেক্ষ ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটায় উপজেলার শিমুলীয়া নামকস্থানে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 
কালীগঞ্জ থানার পিএসআই মো. আশিকুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলীয়া এলাকা দিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মোট্রা গ-১৭-০৫১২) গাড়ী টঙ্গী অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে রং সাইড হয়ে বেপরোয়া গতির ভৈরবগামী বাদশা পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-১০৪৫) একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাদশা পরিবহনের গাড়ীটি উল্টে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ওই দু’টি গাড়ীর ৩০ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঢামেক হাসপাতাল, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন ক্লিনিকে পাঠান। তিনি আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনকে ঘটনাস্থল থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ওই প্রাইভেটকার চালকও রয়েছে।   
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মনিরা বেগম জানান, সড়ক দূর্ঘটনায় কমপ্লেক্সে মোট ১২ জন রোগী এসেছে। এদের মধ্যে বি-বাড়ীয়ার আলী নগর উপজেলার মারিয়া (১২) নামের এক শিশুর অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে গাজীপুর সদর থানার পন্ডিত (৬৮) ও সালেমাকে (৭০) কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এছাড়া বাকী ৯ রোগী চিকিৎসা সেবা নিয়ে বাড়ী ফিরে গেছেন। 

আহতরা হচ্ছেন- চাঁদপুর ফরিদগঞ্জের রিয়াজ উদ্দিন (২৮), আমজদ হোসেন (১৮), নজরুল ইসলাম (১৮), মাইনুদ্দিন (২৬), গাজীপুর কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামের প্রকাশ (১৮), একই উপজেলার জামালপুর গ্রামের মাসুম (১৮), কুমিল্লার গোপালপুরের রহিমা (৪০), নরসিংদী সদর থানার মুকুল (৩৫), রাইসুল (১০)। বাকীদের বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দেওয়ার কারণে পরিচয় জানা সম্ভব হয়নি।    
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। 

গাজীপুরের প্যারেড আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

স্টাফ রিপোর্টার : গাজীপুরের চান্দনা চৌরাস্তার প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপ বন্ধে হোটেল স্থায়ীভাবে বন্ধ করার জন্য জেলা প্রসাশকের নিকট আবেদন জানিয়েছেন এলাকাবাসী। গত ১৯ নভেম্বর বিকেলে গাজীপুর মহানগর প্রেসক্লাবে চান্দনা চৌরাস্তা এলাকাবাসীর পক্ষে মো. জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে চান্দনা চৌরাস্তায় নূর প্লাজার ৩য় এবং ৪র্থ তলায় প্যারেড ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল খারাপ প্রকৃতির মেয়েদের দিয়ে দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। এই বিল্ডিংয়ের ২য় তলায় বেসিক ব্যাংক ও আন্ডারগ্রাউন্ডে এম.এ.টি হাসপাতাল এবং পাশেই রয়েছে ইম্পোএঞ্জেল স্কুল। হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত খদ্দের ও মেয়েদের আনাগোনার কারনে ব্যাংক, হাসপাতাল ও স্কুলে আগত অভিভাবক, কোমলমতি ছাত্রছাত্রী, রোগি এবং ব্যাংকে আগত গ্রাহকদের মারাত্মক ব্যাঘার সৃষ্টি হয় বলে অভিযোগ করেন। ইতিপূর্বে বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা নিরাপত্তা চেয়ে গাজীপুর পুলিশ সুপারের নিকট আবেদন করে। পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর চিফ জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা নিজে ২/৩বার হোটেলটি বন্ধ করে সিলগালা করে দেন। বন্ধের কিছুদিনের মধ্যেই হোটেল মালিক ইয়াছিন, ম্যানেজার অরুন, কর্মচারি বলাই চন্দ্র, মধু মিয়া পরস্পর যোগসাজসে পুনরায় হোটেলটি চালু করে আগের মতোই অসামাজিক কার্যকলাপ চালাতে থাকে। এ ব্যাপারে প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অভিযোগটি জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। এর প্রেক্ষিতে তারা জেলা প্রশাসকের নিকট অভিযোগটি দায়ের করেন। লিখিত অভিযোগে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন জিসিসি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোছলেম উদ্দিন চৌধুরী মুসা, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সরকার, বেসিক ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখার ম্যানেজার খালেকুজ্জামান তালুকদার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সেক্রেটারি এম.আমজাদ খান,  ইম্পো এঞ্জেলস্ স্কুলের প্রধান শিক্ষক খন্দকার সোলায়মান, ইঞ্জি. নুরুল হক, আসকের উপ-পরিচালক মিলন সারোয়ার, গাজীপুর ডাইরেক্টরীর সহকারি সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, মহানগর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

কাপাসিয়ায় যৌতুকের দাবীতে স্ত্রী নির্যাতনের শিকার

কাপাসিয়া ব্যুরো অফিস : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা গ্রামের কৃষক আলফাজ উদ্দিনের কন্যা ২ সন্তানের জননী  তাহ্মিনা (৩০) যৌতুকের দাবীতে স্বামী ফারুক হোসেন কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 
কাপাসিয়া থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানা যায়, গত প্রায় ১০/১২ বছর আগে উপজেলার রায়েদ ইউনিয়নের দেওনা উত্তর পাড়া আব্দুস ছাত্তারের পুত্র ফারুকের (৪৬) সাথে তাহমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা ভাবে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে এবং শারিরিক ও মানষিক ভাবে নির্যাতন করে। পিতা তার কন্যার সুখের কথা চিন্তা করে একাধিক বার ফারুককে কিছু টাকা দেয়। সম্প্রতি বিদেশ যাবার নাম করে ২ লাখ টাকা পিতার নিকট থেকে এনে দেবার জন্য চাপ প্রয়োগ করে। এতে তাহমিনা অপারগতা প্রকাশ করলে গত ৯ নভেম্বর তার স্বামী ফারুক, তার পিতা- আঃ ছাত্তার (৭০), দোলেনা বেগম (৫০), আবুল কালাম (৩২), ছালমা (২৫) তাকে চুলের মুঠি ধরে লাঠি দিয়ে পিটাইয়া ও কিল ঘুষি, লাথি মেরে মারাত্বক ভাবে আহত করে। পরে খবর পেয়ে পিতার বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য চিকিৎসার জন্য ভর্তি করে। এ ব্যাপারে তাহমিনা বাদী হয়ে তাদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে ফারুকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। 

গাজীপুরে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধীক নেতা-কর্মী আটক

পুলিশের বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার : নাশকতার আশঙ্কায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিএনপি ও জামায়াতের পাঁচ শতাধীক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। 
রোববার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ পিপিএম (বার) এ তথ্য জানান। 
পুলিশ সুপার বলেন- দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা রোধে পুলিশ ও অন্যান্য বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে গত কয়েকদিনে প্রায় ৫ শতাধিক বিএনপি ও জামায়াত নেতা-কর্মীকে আটক করে। তিনি আরো বলেন- এ অভিযান অব্যাহত থাকবে। 
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার মোঃ সবুর, টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, ডিবি ইন্সপেক্টর আলম চাঁদ, ডিএসবি ইন্সপেক্টর মমিনুল ইসলাম সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। 

গাজীপুরে মাদক ব্যবসায়ী ইসমাইলের যাবজ্জীবন কারাদণ্ড

সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের উত্তর খাইলকুরের আব্দুল আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০) কে মাদক ব্যবসার অপরাধে রোববার সকালে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূঁইয়া ওই রায় প্রদান করেন। 
আদালত সূত্রে জানাযায়- ২০১১ সালের ২৯ জানুয়ারি ইসমাইল হোসেনের ঘর থেকে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বস্তায় ভর্তি ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই সময় তারা মাদক ব্যবসায়ী ইসমাইলকেও হাতেনাতে আটক করে।
পরে ঢাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক একেএম কামরুল ইসলাম বাদী হয়ে ইসমাইল হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল কবীর ওই বছরের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার ইসমাইল হেসেনকে 

টঙ্গীতে পিস্তলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার : শনিবার রাতে গাজীপুর মহানগরের টঙ্গী থেকে বিদেশী পিস্তলসহ এক যুবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 
টঙ্গীর এরশাদ নগর এলাকার নান্নু মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫) অস্ত্রের ব্যবসা করে, এমন গোপন খবর পেয়ে শনিবার রাত অনুমান ১০টার দিকে ক্রেতা সেজে পুলিশ আউচ পাড়ায় যায়। তারা সাড়ে ৩ লাখ টাকা দরদাম ঠিক করে অস্ত্রটি হাত বদলের সময় ১ রাউন্ড গুলি ভর্তি বিদেশী পিস্তলসহ ফারুক মিয়াকে আটক করে।
থানা পুলিশ জানায়- ফারুক স্থানীয় তালিকাভূক্ত সন্ত্রাসী সুমনের সহযোগী হিসেবে কাজ করতো। শনিবার রাতে তার তিনটি পিস্তল ও গুলি বিনিময় করার কথা ছিলো। রাতেই টঙ্গী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে আমবাগ রাস্তা ড্রেনে পরিনত

এম.এম মান্নান, গাজীপুর সিটি পশ্চিম : গাজীপুর সিটি কর্পোরেশন এর (৮নং ওয়ার্ড হইতে ১০নং ওয়ার্ড) নতুন বাজার হইতে আমবাগ রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে বিশাল ড্রেনের রুপ ধারন করেছে। যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। স্কুলে যেতে পারছেনা ছাত্র-ছাত্রীরা, রাস্তার দুই পাশে শতশত গোডাউন আর মার্কেটের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকশান গুনছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, বিঘœ হচ্ছে গাড়ী চলাচলে। যার ব্যাপক প্রভাব ব্যবসায়ীদের উপর পড়ায় স্থানীয় ব্যক্তিবর্গ রাস্তা সংস্কারের আবেদন করার জন্য মুন্সি এম. এইচ লিংকন, মকবুল হোসেন (অপু), আজীজুল হাকিম মোল্লা, ফারুক সরকার, রাসেল চৌধুরী, নুর ইসলাম চৌধুরী, মোঃ কাশেম মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, আনোয়ার পারভেজ, আওয়ামীলীগ নেতা ১০নং ওয়ার্ড, সহ মার্কেটের বিভিন্ন দোকানদার, জুট ব্যবসায়ী সহ নেতৃবৃন্দ ৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ সেলিম রহমান এবং ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম.এ এর সঙ্গে দফায় দফায় আলোচনা করেন। ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস্ নামক মানবাধিকার সংস্থার গাজীপুর মহানগর কমিটির চেয়াম্যান জনাব সৈয়দ আশরাফুজ্জামান ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, ভাইস চেয়ারম্যান এফ এম সিফাত হোসেন বাচ্চু, সচিব মোঃ নজরুল ইসলাম, সহঃ সচিব মোঃ সালাউদ্দিন, কোষাদক্ষ আঃ রশিদ, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দ রাস্তাটি পরিদর্শ করেন। এবং তারা উর্ধতন কর্তৃপক্ষের নিকট উক্ত রাস্তাটি দ্রুত সংস্কারের আহ্বান জানান।  সুত্র জানায়, কাউন্সিলরগণ উক্ত বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নিকট পেশ করেও কোন ফলাফল পাওয়া যায়নি। 
এলাকাবাসীর দাবি চরম দুর্ভোগের মাঝে তাদের এই অপুরনীয় ক্ষতি এবং অবর্ণনীয় ভোগান্তি থেকে নিস্তার লাভের জন্য রোডস এন্ড হাইওয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে জনজীবনে শান্তি ফিরিয়ে দিবে।