কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-রাজশাহী রেললাইনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিষবাথান এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে ১যুবক নিহত ও অপর ১যুবক আহত হয়েছে।
প্রত্যক্ষ দর্শী ও পুলিশ জানিয়েছে,চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী লোকাল (৫৫১) ট্রেনের ছাদে থাকা ২যুবক কালিয়াকৈরের মাকিষবাথান এলাকায় পৌছালে রেললাইনের উপরে থাকা তারে ধাক্কা লেগে ওই ২যুবক ট্রেন থেকে নিচে পড়ে যায় এসময় ঘটনাস্থলেই সুহেল (২৮) মারা যায়। অপর যুবক জীবন সুত্রধর আহত হয় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। নিহত সুহেল টাংগাইল জেলার সদর থানার , মীরের বেদকা এলাকার মাফিজ উদ্দিনের ছেলেএবং আহত জীবন সুত্রধর টাংগাইল জেলার, বাশাইল থানার বিরালা গ্রামের সুরেন্দ্র সুত্রধরের ছেলে। জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।