শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : গাজীপুরের মেম্বার বাড়ি বাসস্ট্যন্ডে সোমবার সন্ধ্যায় এক শোক র‌্যালি এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহা সড়কে শোক র‌্যালি শেষে ভাওয়ালগড় ইউনিয়ন আ’লীগের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে জেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা অ্যাডভোকেট জামিল হাসান  দুর্জয়। আলোচনায় অংশ নেন- গাজীপুর জজকোর্টের পিপি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমদ, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আ.জলিল, শ্রীপুর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট  শামসুল আলম প্রধান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য খন্দকার মো. খোরশেদ আলম, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ লোকমান হোসেন , যুবলীগ নেতা বেলায়েত হোসেন, ভাওয়াল গড় ইউনিয়ন ২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। পরে মিলাদ দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়।