কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন শুক্কুরকে পৌর ছাত্রলীগ নেতা-কর্মীরা লাঞ্ছিত করায় প্রতিবাদ করেছে স্থানীয় আওয়ামী লীগ নের্তৃবৃন্দ। গতকাল মঙ্গলবার উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা করেন।
দলীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃস্পতিবার পৌর এলাকার বাঘারপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী জামান ভূঁইয়ার বাড়ীতে পৌর ছাত্রলীগ সভাপতি মো. শাহআলম শেখ, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. মাহমুদুল হাসান ঝিনুকের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী ভাংচুর চালায়। আর এ ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা শুক্কুর গত শনিবার রাতে দলীয় কার্যালয়ে সভা শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে ওই ছাত্রলীগ নেতা-কর্মীরা কালীগঞ্জ বাজার এলাকার বটতলায় শুক্কুরকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে মঙ্গলবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শফিউল কাদের নান্নু, পৌর যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন প্রমুখ। এ সময় মো. শাহ আলম শেখ ও তাওহীদ নেতৃত্বাধীন বর্তমান পৌর ছাত্রলীগ কমিটির দলীয় সকল কর্মকান্ড স্থগিত করার ব্যাপারে দলীয় হাই কমান্ডের সহযোগীতা কামনা করেন। পরে দলীয় হাই কমান্ডের নির্দেশে উপজেলা ছাত্রলীগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটির কর্মকান্ড স্থগিত করা হয়। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন স্থগিত আদেশের সত্যতা স্বীকার করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃস্পতিবার পৌর এলাকার বাঘারপাড়া গ্রামের আওয়ামী লীগ কর্মী জামান ভূঁইয়ার বাড়ীতে পৌর ছাত্রলীগ সভাপতি মো. শাহআলম শেখ, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. মাহমুদুল হাসান ঝিনুকের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী ভাংচুর চালায়। আর এ ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগ নেতা শুক্কুর গত শনিবার রাতে দলীয় কার্যালয়ে সভা শেষে নিজ বাড়িতে যাওয়ার পথে পরিকল্পিতভাবে ওই ছাত্রলীগ নেতা-কর্মীরা কালীগঞ্জ বাজার এলাকার বটতলায় শুক্কুরকে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে মঙ্গলবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আহমেদুল কবির, সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শফিউল কাদের নান্নু, পৌর যুবলীগ সভাপতি মো. বাদল হোসেন প্রমুখ। এ সময় মো. শাহ আলম শেখ ও তাওহীদ নেতৃত্বাধীন বর্তমান পৌর ছাত্রলীগ কমিটির দলীয় সকল কর্মকান্ড স্থগিত করার ব্যাপারে দলীয় হাই কমান্ডের সহযোগীতা কামনা করেন। পরে দলীয় হাই কমান্ডের নির্দেশে উপজেলা ছাত্রলীগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই কমিটির কর্মকান্ড স্থগিত করা হয়। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন স্থগিত আদেশের সত্যতা স্বীকার করেছেন।