শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় অর্থ আত্মসাৎ ও অযোগ্যতার অভিযোগে প্রধান শিক্ষকের কক্ষে তালা

কাপাসিয়া (টোক) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক সরজুবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কবিরের কক্ষে তালা লাগিয়ে দিয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ (আঃ) ছালাম (চানু)। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আঃ) ছালাম জানায়, কয়েক মাস আগে নিয়োগকৃত প্রধান শিক্ষক দুলাল কবীর রশিদ ছাড়া ছাত্রীদের বেতন আদায়, কোচিং, প্রশংসাপত্র, সরকারী অনুদানের টাকা, অর্ধবার্ষিক পরীক্ষার রেজিষ্ট্রেশন ফী সহ সকল হিসাবপত্র কমিটির কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বারবার বলা হলেও তিনি হিসাব বুঝিয়ে না দিয়ে তালবাহানা শুরু করছে। এতে বিদ্যালয়ের অফিশিয়াল কর্মকান্ডে বিঘœ ঘটছে। মিটিং ডাকা হলে উপস্থিত না থেকে বাসায় সময় কাটান, এই পরিবেশে বিদ্যালয়ের ভাবমূর্তি খুন্ন হচ্ছে। অভিভাবকদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন , প্রধান শিক্ষক সব কিছুতেই অযোগ্য, তিনি তার ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা করেন। এতে লেখাপড়ার চরম ক্ষতি হচ্ছে। আমরা অভিভাবক হিসাবে প্রধান শিক্ষকের এধরনের কর্মকান্ডকে ঘৃণা করি আমাদের যোগ্য ধক্ষ এবং ভদ্র শিক্ষকের দরকার। এ ব্যাপারে প্রধান শিক্ষক দুলাল কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও অফিশিয়াল কর্মকান্ড চলাকালীন ম্যানেজিং কমিটির সভাপতি (আঃ) ছালাম (চানু) রহস্যজনক কারণে আমার কক্ষে তালা লাগিয়ে দেয়। তবে সভাপতি জানায়, শিক্ষকদের ভাগ বাটুয়ারা নিয়ে প্রধান শিক্ষকের সাথে সম্পর্ক অবনতি হয়েছে। গতকাল হঠাৎ বিদ্যালয়ে স্থানিয় নেতা কর্মির উপস্থিতে বিষয়টি জানাজানি হলে এলাকায় বেশচাঞ্চল্যর সৃষ্টি হয় । সরেজমিনে গিয়ে বিদ্যালয়ের শরীরীরচর্চা শিক্ষিকা ছাবিনা বেগম এবং প্রধান শিক্ষক অফিস চলাকালীন সময়ে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়। এ ব্যাপারে প্রধান শিক্ষক জানায়, ছাবিনা বেগম আমার কাছ থেকে ছুটি না নিয়ে মোবাইল ফোনে কোন কিছু না জানিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত এবং মানসিক কিছু সমস্যাও রয়েছে তার প্রধান শিক্ষক দাবি করেন।