শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

টঙ্গীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আওয়ামীলীগে যোগদান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনা পাড়া এলাকার বিএনপি নেতা শামসুল হকের নেতৃত্বে জাতীয়তাবাদী দলের শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান অনুষ্ঠান গত সোমবার পূর্ব আরিচপুর মদিনা পাড়া বাড়িওয়ালা কল্যাণ পরিষদের আহ্বায়ক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব আব্দুল আলীম মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি একে এম গিয়াস উদ্দিন, নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম, নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল কুদ্দুস মিয়া, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শহীদুল ইসলাম গাজী, মোয়াজ্জেম হোসেন, মোঃ হোসেন আলী, মোঃ সালাহ্ উদ্দিন, মোফাজ্জল হোসেন, মোঃ মনির উদ্দিন, সবুজ মিয়া, মোঃ হেলাল উদ্দিন, আমজাদ হোসেন, হাজী মোঃ আলমগীর হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের মোঃ শামসুল হক বলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর মদিনা পাড়া অধিবাসী দীর্ঘদিন যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম। কিন্তু এ কথা বলার দিধা নেই যে, বর্তমান বিএনপি রাজনীতি পথভ্রষ্ট। তাদের কোন আদর্শের বালাই নেই।  বিশেষ করে কিছুদিন পূর্বে পর্যন্ত বিগত প্রায় ৩ মাস হরতাল অবরোধের নামে ভাংচুর, জ্বালাও পোড়া, মানুষ পুড়িয়ে মারাসহ ধ্বংসাত্মক রাজনীতি যে স্টাইল বিএনপি শুরু করেছে তা হলে দেশের আপামর জনগণের সাথে আমরাও বিরক্ত হয়ে পড়েছি। তদুপরি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী জামায়াত শিবিরসহ মৌলবাদী জঙ্গী গোষ্ঠির উপর নির্ভরশীল। বিএনপির এই অপরাজনীতির সহিত আর কোন মতেই আমরা জড়িত থাকতে পারি না। পক্ষান্তরে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির উন্নয়ন মুখী গতিশীল সরকার চাইছে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন সহ উৎপাদনে গতিশীল একটি স্থতিশীল উন্নত রাষ্ট্রে আমাদের দেশকে পরিণত করতে । এমতাবস্থায় আমারাও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির প্রতি আকৃষ্ট হইয়া বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করিতেছি।