কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সরদাকে গণধোলাই দিয়ে পুলিশে দিল গ্রামবাসি ।
গতকাল রবিবার দুপুরে উপজেলা জামালপুর ইউনিয়নের নারগানা এলাকায় আন্তঃজেলা ডাকাত সরদার মালেক ভাংগী এলাকায় প্রবেশ করে ।
সে এলাকায় এসেছে এ সংবাদ পেয়ে গ্রামবাসি জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলমকে জানায়, পরে চেয়ারম্যান খাইরুল আলম ও দফেদার শহিদুল্লার নেতৃত্বে কয়েক গ্রামের মানুষ একত্রিত হয়ে ওই ডাকাত সরদারকে উত্তর নারগানার ডা,হাবিজউদ্দিন এর জঙ্গল থেকে আটক করে। পরে ক্ষিপ্ত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
জানাযায়, ওই শীর্ষ ডাকাত সরদার উপজেলার দক্ষিন নারগানার মৃত সেরাজুল ভাংগীর ছেলে ।
গ্রামবাসি জানাযায়, সেরাজুল ভাংগীর ছেলে মালেক সে দেশের শীর্ষ ডাকাত । তার অত্যাচারে কয়েক থানার মানুষ অতিষ্ট। সে ডাকাতি , খুন,জমি দখল, নারী ধর্ষণ এরকম বিভিন্ন অপকর্মে লিপ্ত । বিভিন্ন থানায় রয়েছে তার নামে একাধিক মামলা। তাকে পুলিশে দিয়ে আমারা স্ব¯িত পেয়েছি।
গতকাল রবিবার দুপুরে উপজেলা জামালপুর ইউনিয়নের নারগানা এলাকায় আন্তঃজেলা ডাকাত সরদার মালেক ভাংগী এলাকায় প্রবেশ করে ।
সে এলাকায় এসেছে এ সংবাদ পেয়ে গ্রামবাসি জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলমকে জানায়, পরে চেয়ারম্যান খাইরুল আলম ও দফেদার শহিদুল্লার নেতৃত্বে কয়েক গ্রামের মানুষ একত্রিত হয়ে ওই ডাকাত সরদারকে উত্তর নারগানার ডা,হাবিজউদ্দিন এর জঙ্গল থেকে আটক করে। পরে ক্ষিপ্ত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
জানাযায়, ওই শীর্ষ ডাকাত সরদার উপজেলার দক্ষিন নারগানার মৃত সেরাজুল ভাংগীর ছেলে ।
গ্রামবাসি জানাযায়, সেরাজুল ভাংগীর ছেলে মালেক সে দেশের শীর্ষ ডাকাত । তার অত্যাচারে কয়েক থানার মানুষ অতিষ্ট। সে ডাকাতি , খুন,জমি দখল, নারী ধর্ষণ এরকম বিভিন্ন অপকর্মে লিপ্ত । বিভিন্ন থানায় রয়েছে তার নামে একাধিক মামলা। তাকে পুলিশে দিয়ে আমারা স্ব¯িত পেয়েছি।