আজ টঙ্গীতে আলোচনা সভা
টঙ্গী প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজ সোমবার বিকালে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংগঠনের গাজীপুর জেলার আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতির সভাপতিত্বে এবং গাজীপুর জেলার সদস্য আব্দুর রশিদ ভ’ঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এদিকে এক বিবৃতিতে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি সংগঠনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।