কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ২৫ জুলাই শনিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আখিয়ার জামান মিছিল (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্ধ্যায় গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে। সে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার মোল্লাহ তারিকুজ্জামানের জৈষ্ঠ্য পুত্র। সে স্থানীয় হাতিরদিয়া সাদ্ত আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। তার দাদা প্রাক্তন সচিব মোল্লাহ্ ওয়াহেদুজ্জামান এবং নানা দস্যু নারায়নপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা জসিম উদ্দিন সরকার। গতকাল সকালে সে তার নানার বাড়ি বেড়াতে এসে পাড়ার কিশোরদের সাথে ক্রিকেট খেলার পর নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। সে সাতাঁর জানতো না বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।