শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ২৫ জুলাই শনিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আখিয়ার জামান মিছিল (১৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সন্ধ্যায় গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে। সে পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার মোল্লাহ তারিকুজ্জামানের জৈষ্ঠ্য পুত্র। সে স্থানীয় হাতিরদিয়া সাদ্ত আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র। তার দাদা প্রাক্তন সচিব মোল্লাহ্ ওয়াহেদুজ্জামান এবং নানা দস্যু নারায়নপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও কৃষকলীগ নেতা জসিম উদ্দিন সরকার। গতকাল সকালে সে তার নানার বাড়ি বেড়াতে এসে পাড়ার কিশোরদের সাথে ক্রিকেট খেলার পর নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। সে সাতাঁর জানতো না বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।