কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : স্বাধীন বাংলাদেশের প্রথম এর্টোনী জেনারেল মরহুম ফকির সাহাব উদ্দিন আহমদ এর ঘনিষ্ট সহচর বিশিষ্ট শিক্ষানুরাগী কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোঃ জসিম উদ্দিন (৭৮) দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২৫ জুলাই শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাহির রাজিউন)। বাদ আছর নামাজে জানাযা শেষে ঘাগটিয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাযায় শরিক হয়ে শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, বিচারপতি শাহ্ আবু নাঈম মোমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাড. আমানত হোসেন খান, কৃষকলীগ সভাপতি আইন উদ্দিন, মিজানুর রহমান প্রধান, শাহীনুর আলম সেলিম, ওয়াজ উদ্দিন মোল্লা, ওয়াহাব বন্দুকসী, আতিকুল ইসলাম রিংকু, মনির হোসেন, শিক্ষক নেতা মনিরুজ্জামান মনির, কামাল হোসেন বাচ্চু, তোফায়েল আলম প্রমূখ।