|
গাজীপুরে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের একাংশ। |
স্টাফ রিপোর্টার : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ও কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের মুক্তির দাবীতে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে মিছিলটি শহরের রাজবাড়ি রোডস্থ কেবির মার্কেট এলাকা থেকে শুরু করে শিববাড়ি গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কাজী আজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহমুদ হাসান রাজু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী অজিম উদ্দিন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন,রোহানুজ্জামান শুক্কুর, জনি সরকার, সাইফুল ইসলাম শামীম, রানা নাছের শিবলী, ফুয়াদ হাসান, জাকারিয়া হামিদ জুম্মান, আবু ইউসুফ,মো. হাসান, মাসুদ রানা, মামুনশেখ, নজরুল ইসলাম, শান্ত, আল আমিন প্রমুখ।