শিরোনাম
Home » Archives for October 2015
আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস ও জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী
- on 1:27:00 AM
প্রেস বিজ্ঞপ্তি : আজ ২২ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী। যাঁর অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২২ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়।
উল্লেখ্য আগামীকাল থেকে ২২ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় ছবির স্যুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দুটি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’। সেই পথচলায় ক্লান্তি নেই, নেই কোন শংকা। বিরামহীন তিনি হেঁটে চলেছেন দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। স্বজন হারানোর বেদনায় আর যেন কাউকে নীল হতে না হয়, তার জন্য ইলিয়াস কাঞ্চন সড়কের মাঝে বেঁধেছেন বাসা। লক্ষ্য একটাই সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৫ এবং জাহানারা কাঞ্চনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাহানারা কাঞ্চনকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের স্মৃতিচারণমূলক বক্তব্যের আলোকে নিসচার সাংস্কৃতিক সম্পাদক জাফর ফিরোজ কর্তৃক নির্মিত ‘কেন নিরাপদ সড়ক চাই’ শিরোনামে ভিডিওচিত্রও প্রকাশিত হয়েছে। ২০ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে এই ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রকাশ করা হয়। ইউটিউর এবং নিসচার নিজস্ব ওয়েবসাইটে এই তথ্যচিত্রটি আপলোড করা হয়েছে।
‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই, সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’- এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিবারের ন্যায় এবারেও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এইসব কর্মসূচির মধ্যে, আগামীকাল ২২ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার সকাল ১১.০০টায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর উদ্যোগে কেন্দ্রীয়ভাবে একটি র্যালী অনুষ্ঠিত হবে। র্যালীটি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সামনে (সেগুনবাগিচা) থেকে শুরু হয়ে মৎস ভবন, হাইকোর্ট, দোয়েল চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম, পিপিএম।
দুপুরে নিসচা নেতৃবৃন্দ বনানীতে মরহুমা জাহানার কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকেলে বাদ মাগরিব নিসচা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল। একইভাবে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর দেশব্যাপি বিদ্যমান ৮৭টি শাখার উদ্যোগে স্থানীয়ভাবে একই সময়ে র্যালী, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হবে।
নিসচা গৃহীত এসব কর্মসূচি বাস্তবায়নে আর বি গ্রুপ তথা ওয়ালটন কর্তৃপক্ষ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
দেশে, বিদেশে, নিসচা'র সকল জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট কমিটি, সকল বন্ধু-শুভানুধ্যায়ীদের, সমমনা সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এলাকার সর্বস্তরের জনসাধারণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ এবং প্রবাসী বাংলাদেশীদের প্রতি ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা তৈরিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। সেইসাথে তিনি চালক, মালিক, যাত্রী তথা সর্বস্তরের দেশবাসির প্রতি সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে আরো বলেছেন, সকলের আন্তরিক প্রচেষ্টায় নিরাপদ সড়ক বাস্তবায়ন সম্ভব।
কালিয়াকৈরে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত
- on 1:25:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার যাত্রিবাহী বাসের ধাক্কায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত হাসান দেওয়ান (৫৫) ভারতের আসাম প্রদেশের বাসিন্দা।
গোড়াই হাইওয়ে থানার এসআই আব্দুল মোতালেব জানান, হাসান মঙ্গলবার দুপুরের দিকে অটোরিকশায় করে যাওয়ার সময় কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী একটি বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বাধীনতার আগে আসামে পাড়ি জমান হাসানের বাবা ইনছাদ আলী দেওয়ান। চলতি মাসের ১৪ তারিখে কালিয়াকৈরের উত্তর দাড়িয়াপুর গ্রামে চাচা আমির হোসেন দেওয়ানের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
গাজীপুরের কোনাবাড়ীতে আমবাগ রাস্তার বেহাল দশা
- on 1:24:00 AM
এম.এম মান্নান, গাজীপুর সিটি পশ্চিম : গাজীপুর সিটি কর্পোরেশন এর (৮নং ওয়ার্ড হইতে ১০নং ওয়ার্ড) নতুন বাজার হইতে আমবাগ রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। রাস্তার মাঝে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে এক ভয়ংকর চিত্রে পরিনত হয়েছে। যার ফলে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। স্কুলে যেতে পারছেনা ছাত্র-ছাত্রীরা, রাস্তার দুই পাশে শতশত গোডাউন আর মার্কেটের ব্যবসায়ীরা কোটি কোটি টাকার লোকশান গুনছে। প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা, বিঘœ হচ্ছে গাড়ী চলাচলে। যার ব্যাপক প্রভাব ব্যবয়ীদের উপর পড়ায় তারা উক্ত রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানায়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় হতাশ এলাকাবাসী। তাদের দাবী শীগ্রই উক্ত রাস্তা সংস্কারের মাধ্যমে সাভাবিক জীবন যাত্রার গতি ফিরে আসুক।
গাজীপুরে লেদার ও ওয়াশিং কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা
- on 10:10:00 AM
স্টাফ রিপোর্টার : দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমান গাজীপুরের একটি জুতা ও একটি ডাইং-ওয়াশিং কারখানার মালিককে পরিবেশ অধিদফতরে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং ইটিপি স্থাপন ব্যতিত ডাইং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার ওয়াশ হাউজকে তিন লাখ টাকা ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত কারখানা পরিচালনা করার অপরাধে কালিয়াকৈরের উলুসারা এলাকার ফুটবেড ফুটওয়্যার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
দৈনিক মুক্ত বলাকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
- on 10:09:00 AM
স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার দৈনিক মুক্ত বলাকা পত্রিকার আয়োজনে আলোচনা, ঈদ পূণর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই (নিসচা)’র গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন।
মুক্তবলাকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান, ও সচিত্র পত্রিকার সহকারি সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিটু প্রমুখ।
তা ছাড়া অনুষ্ঠানে মুক্ত বলাকার নির্বাহী সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফাইন ফেয়ার প্রপার্টিজ, গাজীপুরের পরিচালক (ক্রয়) ফজলুল হক বাদল, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, বিশিষ্ট নকল নবিশ নেতা মোঃ লুৎফর রহমান, সাংবাদিক, সংগঠক ও সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন ও নকল নবীশ নেতা আহাম্মদ আলী প্রমুখ।
তাছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার প্রকাশক মোঃ মনিরুজ্জামান, সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক মোঃ জানে এ আলম, সাপ্তাহিক সচিত্র ঘটনা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোঃ মকবুল হোসেন, দৈনিক ভোরের কাগজের কাপাসিয়া প্রতিনিধি মোঃ নুরুল আমিন সিকদার, ও মুক্ত বলাকা’র চীফ রিপোর্টার শিমু আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক সুশীল চন্দ্র পাল।
অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতায় ছিলেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য সচিব মোঃ কামাল হোসেন বাবুল।
প্রতিনিধি সম্মেনে উপস্থিত ছিলেন- দৈনিক মুক্ত বলাকার প্রতিনিধি যথাক্রমে- কাপাসিয়ার শাকিল হাসান, মানিক সরকার, ইমন খান, রাবেয়া খানম, মোঃ সেলিম মিয়া, মোঃ শফিকুল ইসলাম, মির্জাপুরের মোঃ আনোয়ার হোসেন, সারওয়ার আলম, রোকসানা পারভীন, শাহীনুর আক্তার শান্তা, মোঃ শাকিদুল ইসলাম, বাঘের বাজারের মিলন শেখ, মোঃ আতাউর রহমান সোহেল, এম আমজাদ খান, মাহাবুবুর রহমান শরীফ, ফটো সাংবাদিক মোঃ নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ভাংচুর
- on 11:47:00 AM
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা ও ভাংচুর করেছে এ ঘটনায় বৃদ্ধ মেঘু মিয়া সহ ২জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় উপজেলার সফিপুর আদ্ধার মানিক এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোরিক্সা মেঘুমিয়ার দোকানের বাড়ান্দায় গিয়ে ধাক্কা লেগে বাড়ান্দার ২টি খুটি ভেঙ্গে যায়। এ সময় মেঘুমিয়া তার লোকজন নিয়ে ওই অটোরিক্সাসহ চালক হানিফ আলীকে মারধর করে আটক করে রাখে। মৃত মোস্তফার ছেলে হানিফ আলীকে আটকের সংবাদটি এলাকায় ছড়িয়ে পরলে হানিফ আলীর পরিবারের লোকজন মেঘু মিয়ার দোকানে এসে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় বৃদ্ধ মেঘু মিয়া আহত হয়। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে মেঘুমিয়ার ছেলে আব্দুল আজিজ জানান, আমার পিতা একজন বৃদ্ধ মানুষ তার উপর হামলা ও দোকান ভাংচুর মুলত খাজা মাইনুদ্দিনের পরামর্শেই হয়েছে। আমরা এঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি। এ বিষয়ে জানতে চাইলে হানিফের মা খোদেজা বেগম বলেন, আমরা কোন দোকান ভাংচুর করিনি, মেঘুমিয়ার ছেলে আব্দুল আজিজ আমার বাড়ি ঘর সহ জমি জবর দখল করে নিয়েছে, আমি তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ দায়ের করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হয়রানী করার জন্য মিথ্যা ঘটনা প্রচার করছে।এব্যপারে মেঘুমিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
১২ হাজার দুই শ’ কেজি পলিথিন উদ্ধার
- on 11:47:00 AM
স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী এর নেতৃত্বে সোমবার মহনগরীর চান্দনা চৌরাস্তার বাজার এলাকায় অভিযান চালিয়ে আলি জেনারেল স্টোর এর গোডাউন থেকে ১২ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিসমিলল্লাহ জেনারেল স্টোর থেকে ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিসেস সোনিয়া সুলতানা এবং এনফোর্সমেন্ট উইং এর সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক সাইফুল ইসলাম। উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন গাজীপুর জেলার রিজার্ভ পুলিশ ফোর্স। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সর্বপ্রকার শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ।
গাজীপুরে ভাদুন হতে বাড়ইবাড়ী গীন্নিরটেক র্পযন্ত সড়ক নির্মানে অনিয়ম
- on 11:46:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর ৪১নং ওয়ার্ডের ভাদুন হতে বাড়ইবাড়ী গীন্নিরটেক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কটি এল.জি.ই.ডি কর্তৃক প্রকল্পের কাজের নির্মানের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মাহি এন্টারপ্রাইজ গত দুই বছর পূর্বে অনুমোদন পায়। কাজের অংশ হিসেবে পুরাতন ইটের সলিং সড়কটির দুই পাশে মাটি ভরাটসহ প্রায় দুই কিলোমিটার সড়ক নতুন র্কাপেটিং এর জন্য এ প্রকল্পের কাজ নিধারন হয়। কিন্তু দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানটি দুই বছর পূর্বে কাজ ধরে তা দীর্ঘদিন যাবত ফেলে রাখে। সম্প্রতি গত ঈদ-উল আযহার দুইদিন পূর্বে তড়িগড়ি করে সড়কের দুই পাশে ও কালর্বাট ব্রীজের দুই পাশে নীচু জায়গায় মাটি ভরাট ও স্লীপার স্থাপন না করেই কোন রকম দায় সারা কাজ শেষ করে। সরেজমিনে দেখা যায়, বাশের খুঁটি ও বেড়া দিয়ে সড়কের দুই পাশে ঝুকিপূর্ণ খাড়া অবস্থায় সড়ক নির্মানের কাজ শেষ করে। ফলে কালবাটের দুই পাশে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা এবং রাস্তাটি ভেঙ্গে যাওয়ার শত ভাগ সম্ভবনা রয়েছে। সড়কটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনার আশংকায় আতংকিত এলাকাবাসী। এলাকার সাধারন মানুষের অভিমত সড়কটি নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি অবসান তো ঘটলইনা বরং স্বপ্নের এই সড়কটি আরো ঝুকিপূর্ণ হলো।
কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু
- on 11:46:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কারাগারে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত শাহজাহান মোল্লা (৪৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে। কাপাসিয়া থানার একটি খুনের মামলায় দণ্ডাদেশ হওয়ার পর ২০০৬ সালের ১৮ মার্চ থেকে তিনি কাশিমপুর কারাগার-১ এ ছিলেন।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার সকালে বুকে ব্যাথা উঠলে শাহজাহান মোল্লাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার আগেই শাহজাহানের মৃত্যু হয়েছিল।
গাজীপুরের কোনাবাড়ি ও কাশিমপুরে ভূয়া ক্লিনিক
- on 11:45:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায় বেশ কিছু লাইসেন্স বিহীন ভূয়া ক্লিনিকের সন্ধ্যান পাওয়া গেছে।
এসব ভূয়া ক্লিনিকের মধ্যে রয়েছে, কোনাবাড়ি কাশিমপুর রোডে অবস্থিত কোনাবাড়ি ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, আধুনিক জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, সেন্ট্রারেল হসপিতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, যমুনা পোশাক কারখানা সংলগ্ন হক মেডিক্যাল সেন্টার, আমবাগ মা মেডিক্যাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, কাশিমপুরে অবস্থিত কাশিমপুর ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। এসব ক্লিনিকে নেই কোনো লাইসেন্স। তার পরেও লাইসেন্স বিহীন র্দীঘ দিন ধরে অবাধে চলে আসছে এসব ক্লিনিক।
প্রশ্ন উঠেছে চিকিৎসক ও চিকিৎসা সেবা নিয়ে এসব চিকিৎসকেরা কোন বিষয় বিশেষজ্ঞ তার কোনো হদিস নেই। এক রোগের ওপর ডিগ্রি বা প্রশিক্ষণ থাকলেও তারা সর্বরোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসা সেবা ভুল বা সঠিক না হওয়ায় অনেক রোগীর অকাল মৃত্যুও ঘটছে।ওই সব ক্লিনিকে নেই কোনো মানস্মত চিকিৎসা সেবা এমনকি বেশির ভাগ চিকিৎসকের বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের সনদ ভূয়া। এ সকল ক্লিনিকের মালিকেরা চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন করছেন রোগীদের সাথে প্রতারণা।
কোনাবাড়ি ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টি সেন্টারে গত ৭ এপ্রিল সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভবপুর থানার ধনপুর গ্রামের মোঃ শহিদুলের স্ত্রী রুমা আক্তার (২৮) কে ভুল চিকিৎসা দিলে প্রথমে জ্ঞান হারায় পরে তার চোখ অন্ধ হয়ে যায় এবং দিন শেষে রাত ৮ টার দিকে তিনি মারা যান। রুমা আক্তার কোনাবাড়ি তিতাস সুয়েটার কারখানার মহিলা শ্রমিক ছিলেন।
ভূক্তভোগী শামীম জানান, আমার স্ত্রীকে নিয়ে কোনাবাড়ি ডিজিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা সেবার জন্যে গেলে, ওই রোগীর অবস্থা আরো খারাপ হলে আমি বিপদে পড়ে যাই তিনি আরো বলেন, ভুল চিকিৎসায় একজন মানুষের অকাল মৃত্যু হলো তার পরেও ওই ক্লিনিক এখন পর্যন্ত চলে কি করে?
একটি সূত্র বলছেন, গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান কে মাসে মোটা অংকের উৎকোচ দিয়ে এসব লাইসেন্স বিহীন ক্লিনিক চলছে। এব্যাপারে সিভিল সার্জন আলী হায়দার খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। কোনাবাড়ি আধুনিক জেনারেল হসপিতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ওই ক্লিনিকের মালিক লেলিন এবং সেলিম রোগীদের জন্যে তারা নিজেরই ঔষধ লিখেন।
গাজীপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
- on 11:44:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুরে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে পুলিশ মহানগরীর ঝাঝর এলাকার একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে। নিহতের নাম হাবিব মিয়া (১৮)। তিনি নগরীর ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, হাবিব মিয়া ডেগেরচালাএলাকায় একটি মোবাইলফোন মেরামতের দোকান পরিচালনা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যা¤েপর ইনচার্জ জাকির হোসেন জানান, নিহত যুবককে পেটে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, হাবিব মিয়া ডেগেরচালাএলাকায় একটি মোবাইলফোন মেরামতের দোকান পরিচালনা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যা¤েপর ইনচার্জ জাকির হোসেন জানান, নিহত যুবককে পেটে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুরে শিশু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
- on 11:44:00 AM
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া থানার শ্রীপুর গ্রাম থেকে বহুল আলোচিত শিশু জয় হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতারকরেছে র্যাব। গাজীপুরের পোড়াবাড়ী র্যাব-১ এর ক্যাম্প কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মহিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিশু জয় হত্যার প্রধান আসামী জুমান মোল্লা ও হাসনা বেগমকে গ্রেফতার করা হয়। জানা যায়, নিহত শিশু তৌহিদুল ইসলাম জয় (০৪) তার ফুফুর কাছে থাকতো গত ১৫ সেপ্টেম্বর ভোর রাতে শিশু জয়কে ঘরে রেখে তার ফুফু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরে তার ভাতিজা জয়কে দেখেতে পায় না। অনেক খোজাখুজির এক পর্যায়ে পরদিন সকালে কাপাসিয়ার শ্রীপুর গ্রামের বিলের মধ্যে শিশু জয়কে মৃত অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে প্রথমে কাপাসিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়। পরবর্তীতে পোষ্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা হয়। জমিজমা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু জয়ের আপন চাচা আয়েস আলী মোল্লা, চাচী হাসনা বেগম এবং চাচাত ভাই জুমান মিলে শিশু জয়কে ঘর থেকে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ পাশের বিলের মধ্যে ফেলে রাখে। পুলিশ ১নং আসামীকে গ্রেফতার করলেও অপর ২ জন দীর্ঘদিন পলাতক ছিল। র্যাবের গোয়েন্দা দল দীর্ঘ অনুসন্ধানের পর তাদের অবস্থান সনাক্ত করে রবিবার তাদের গ্রেফতার করে।
আজ দৈনিক মুক্ত বলাকার প্রতিনিধি সম্মেলন
- on 11:42:00 AM
স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার দৈনিক মুক্ত বলাকা পত্রিকার আয়োজনে আলোচনা, ঈদ পূণর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলার চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজ।
মুক্তবলাকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুষ্পদ্যামের স্বত্বাধিকারী মোঃ সামছুল আলম চৌধুরী বাবুল, গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার হোসেন, বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক, সংগঠক ও কলাম লেখক কে এস জোহা, সাংবাদিক ও সমাজ সেবক ও সংগঠক মোঃ আব্দুলল্লাহ আল মামুন সরকার ও সচিত্র পত্রিকার সহকারি সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিটু প্রমুখ।
তা ছাড়া অনুষ্ঠানে মুক্ত বলাকার নির্বাহী সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এড. মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট দলিল লিখক ফজলুল হক বাদল, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, বিশিষ্ট দলিল খিলক আলহাজ্ব মোঃ জামাল মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম বাবু, নকল নবীশ নেতা মোছাব্বির উদ্দিন আহাম্মদ কিরণ, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান শিকদার, বিশিষ্ট নকল নবিশ নেতা মোঃ লুৎফর রহমান, সাংবাদিক, সংগঠক ও সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন ও নকল নবীশ নেতা আহাম্মদ আলী।
অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতায় থাকবেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে সুশীল চন্দ্র পাল ও কামাল হোসেন বাবুল।
টঙ্গীতে ৮টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা শুরু
- on 11:41:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুরের টঙ্গীতে ৮টি মন্ডপে হিন্দু ধর্মের শারদীয় দূর্গাপূজা উৎসব গতকাল সোমবার থেকে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। টঙ্গীতে টঙ্গী বাজার ১টি, মরকুন ১টি, সাতাইশ খরতৈল ২টি পাগাড় ১টি আমতলী ১টি, দত্তপাড়া ১টি, শিলমুন ১টি মোট ৮টি পুজা মন্ডপে এবার শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে। এসব পূজামন্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ ও আনসারসহ বিশেষ টিম কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
পূজা উদযাপন কমিটি সুত্রে জানা যায়, বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের প্রতি বছরের ন্যায় এবার যথাযোগ্য ধর্মীয় ও সামাজিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সার্বজনিন দুর্গা পূজা উদযাপনের সকল ধরণের প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার সপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী ও বিজয়া দশমীর টঙ্গীর তুরাগ নদীর তীরে বির্সজনের মাধ্যমে পুজার সমাপ্তি ঘটবে।
টঙ্গী থানার ওসি মোহাম্মদ আলী পিপিএম জানান, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় করতে আমরা সর্বাত্মক প্রস্তুত রয়েছি। এছাড়াও পূজামন্ডপ এলাকায় সিসি ক্যামেরা মাধ্যমে সকল কার্যক্রম মনিডরিং করা হচ্ছে।
কালিয়াকৈরে প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রী খুন
- on 12:04:00 AM
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘরস্থ বিজয় স্মরণী উচ্চবিদ্যালয়ের ছাত্রী কবিতা রানী এক বখাটের প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করায় মঙ্গলবার দুপুরে স্কুল গেইটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই কবিতার মৃত্যু হয়। এলাকাবাসী ঘাতক বিক্রম মনিদাস কে আটক করে গণপিটোনী দিয়ে পুলিশে সোপর্দ করে।
নিহত কবিতা রানী দাস বিজয় স্মরনী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সে গজারীয়া গ্রামের সাগর মনি দাসের কন্যা
স্থানীয় লোকজন জানায়, দীর্ঘ দিন ধরে ওই ঘাতক গজারিয়া গ্রামের রাম মণি দাসের ছেলে বিক্রম মণিদাস (২১)। কবিতাকে প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু বার বারই কবিতা প্রেম প্রস্তাব প্রত্যাক্ষান করে। মঙ্গলবার কবিতা রানী পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়ে স্কুল গেইটে পৌছালে সেখানে বিক্রম তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে কবিতা অস্বীকৃতি জানালে বিক্রম ক্ষিপ্ত হয়ে কবিতাকে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ঘটনাস্থল থেকে কবিতার লাশ ও রক্তমাখা ছুরি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। থানায় মামলা হয়েছে।
কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী সহ নিহত ৭, আহত ১০
- on 12:03:00 AM
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টানসূত্রাপুর সাইনবোর্ড নামক এলাকায় মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী লেগুনার মধ্যে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রী সহ ৭জন নিহত হয়েছে এঘটনায় আরো ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।
নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন,উপজেলার টালাবহ গ্রামের মৃত. খঞ্জন আলীর ছেলে নুর ইসলাম (৪৫) তার স্ত্রী সুফিয়া খাতুন (৪০) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নিশ্চিন্তপুর গ্রামের আছিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০), পাবনা জেলার সাইতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলমঙ্গীর হোসেন (৩২) ফরিদপুর জেলার রাজবাড়ী এলাকার মোকলেছের মেয়ে সুমা আক্তার (২২) সে কালিয়াকৈর ডিগ্রি কলেজে অনার্সের তৃতীয় বর্ষে ছাত্রী ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেল্স পরিবহন সার্ভিসের উত্তর বঙ্গগামী যাত্রীবাহী বাস ও কালিয়াকৈর গামী যাত্রীবাহী লেগুনা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার সূত্রাপুর সাইন বোর্ড নামক এলাকায় সকাল পৌনে ১০টার দিকে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী লেগুনাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ৫জন নিহত হয়। আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আরো দুজনকে মৃত ঘোষণা করেন। গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, নিহত ৫জনের পরিচয় পাওয়া গেছে বাকী ২জনের লাশ হয়তো তাদের আত্মীয় স্বজনরা নিয়ে যেতে পারে। গাড়ি ২টি পুলিশী হেফাজতে রাখা হয়েছে।
ধরাছোয়ার বাইরে মূল মাদক ব্যবসায়ী সিন্ডিকেট
- on 12:02:00 AM
টঙ্গীতে মাদকের বেপরোয়া বানিজ্য
স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী জুড়ে চলছে মাদকের বেপরোয়া বানিজ্য। ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে মাদক মূল ব্যবসায়ী সিন্ডিকেট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেলা ডিবি পুলিশ, স্থানীয় থানা পুলিশ কিংবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকদ্রব্য বেচাকেনা বা সেবন রোধে মাঝে মাঝে অভিযান মাদকদ্রব্য উদ্ধার বা দ্বিতীয় বা তৃতীয় সারির মাদকদ্রব্য ব্যবসায়ী বা সেবনকারীদের গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও মাদকদ্রব্যের মূল ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
টঙ্গী বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, গাজীপুরের টঙ্গী অঞ্চলে মাদক স্পটগুলো নিয়ন্ত্রণ করছে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী। এদের মধ্যে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যাই বেশী রয়েছে। বাকিরা পুরুষ। আর এসব মাদক ব্যবসায়ীদের সহযোগী হিসেবে কাজ করছে আরো অন্তত দেড় শতাধিক সোর্স। তার মধ্যে ৩০/৩৫ জন রয়েছে স্থানীয় থানা পুলিশ, জেলা ডিবি পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা র্যাবের নামধারী সোর্স।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (গাজীপুর) সূত্রে জানা যায়, অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এসব মাদক ব্যবসায়ীদের অনেকেই বিভিন্ন সময়ে গ্রেফতার হচ্ছে। তবে আইনের ফাঁক ফোঁকরে এসব মাদকদ্রব্য ব্যবসায়ীরা জামিনে ছাড়া পেয়ে আবারো এ পেশায়ই ফিরে আসছে। প্রায় সাড়ে ৩ বছর আগে জেলার টঙ্গী এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হলেও বর্তমানে তা আর হালনাগাদ করা হয়নি। সূত্রটি আরো জানান, বারবার অভিযান চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ ব্যবসার সাথে জড়িত অনেককেই গ্রেফতার করার পর তারা এখন জায়গা বদল করে ব্যবসা করছেন। ফলে নতুন করে আর কোনো তালিকা করা সম্ভব হয়নি। মাদক ব্যবসায়ীরা মূলত বাংলা মদ, বিদেশী মদ, বিয়ার, গাঁজা, হেরোইন, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন ধরনের নেশা জাতীয় ইঞ্জেকশন বিক্রেতা। তবে মাদকাসক্তরা বর্তমানে বেশি ঝুকছে ইয়াবা দিকে।
অধিদপ্তর সূত্রটি আরো জানান, বর্তমানে ব্যাপক ইয়াবার চাহিদা থাকলেও ব্যবসায়ীদের আটক করতে পারছেন না আইন প্রয়োগকারী সংস্থাগুলো। কারণ ব্যবসায়ী বিভিন্ন কৌশল অবলম্বন করছে। বিশেষ করে ১০/১৫ বছর বয়সী শিশুদের দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে কেনাবেচা হচ্ছে মাদক ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরের শীর্ষ মাদক ব্যবসায়ীর মধ্যে টঙ্গী এরশাদনগর, ভরান মাজার বস্তি, কাঠালদিয়া বস্তি, মিলগেইট নামাপাড়া বস্তি, নতুন বাজার কো-অপারেটিভ ব্যাংকের মাঠ বস্তি, টঙ্গী রেল ষ্টেশন, আমতলী (কেরানীরঠেক) বস্তি, শিলমুন মোল্লার গ্যারেজ, মরকুন ঠেকপাড়া, আউচপাড়া, গাজীপুরা, খৈরতৈল ও দেওড়া এলাকায় মাদক যেন ওপেন সিক্রেট।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গীস্থ স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক আমাদের এ প্রতিনিধিকে জানান, আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তাদের লোক দেখানো নামমাত্র কার্যক্রম চালু থাকলেও প্রকৃত মাদক ব্যবসায়ী বা ডিলারদের গ্রেফতারের ক্ষেত্রে কাজের কাজ কিছুই হচ্ছে না। অসাধু কতিপয় পুলিশ কর্মকর্তা তাদের সোর্সদের মাধ্যমে হপ্তা, মাইসকা নামের চাঁদার হারে তা আদায় করে থাকে বলেও অভিযোগ উঠেছে একাধিক। আবার কিছু মাদক ব্যবসায়ীদের সহযোগী নামধারী প্রশাসনিক পাবলিক সোর্স টঙ্গীর বিভিন্ন বস্তি এলাকাসহ আউচপাড়ার খাঁ পাড়া, মোল্লাবাড়ী, মোক্তার বাড়ী, শিংবাড়ি, তিলারগাতী, শিলমুন, মরকুন ও দেওড়াসহ অন্যান্য এলাকা নিয়ন্ত্রন করে তাদের নিজস্ব নিয়ন্ত্রনে প্রশাসনের অর্থলোভী দুষ্টচক্রের সদস্যদের ম্যানেজ করে থাকে।।
এ ব্যপারে টঙ্গী মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম সবুর বলেন, মাদক সম্পূর্ন নিয়ন্ত্রন করা কোন ভাবেই সম্ভব না। অসৎ কর্মকর্তা ও সোর্সদের বিষয়ে তিনি সত্যতা স্বীকার করে বলেন, এসব কিছুর জন্যই এ মাদক সম্পূর্ন নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। আমাদের সাধ্য অনুযায়ী মাদক ও সন্ত্রাস বিরোধী বিভিন্ন সভা-সমাবেশসহ অভিযান চালিয়ে এধরনের অপরাধ গুলো নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছি। তবে বাস্তবিক অর্থে মাদকের মূল হোতাদের ধরতে গিয়ে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে। ফলে অনেকেই পার পেয়ে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টঙ্গীর এক মাদক ব্যবসায়ী বলেন, প্রতিদিন ডিবি, এসবি ও পুলিশসহ কতিপয় সাংবাদিক এবং আরও অনেক সংস্থাকে ৭০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দৈনিক হপ্তা দিয়ে তিনি এ ব্যবসা পরিচালনা করছেন। যেহেতু তার বেশীরভাগ মাল (ফেনসিড্রিল) পানি পথে আসে। তাই প্রতি সপ্তাহেই আশুলিয়া, তুরাগ ও টঙ্গী থানার টহল পুলিশদের ম্যানেজ করেই তিনি এ ব্যবসা করে থাকেন।
এবিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, তার এলাকায় সকল অপকর্ম বন্ধ করে দেয়া হবে। ছিনতাই মাদকের সাথে তিনি কোন আপোষ করবেন না। তিনি আসার পর অনেক মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আটক করে জেল হাজতে পাঠিয়েছেন। কিছু কিছু স্পটে মাদক চললেও তার অফিসাররা তাকে অবহিত না করায় তিনিও কতিপয় পুলিশ সদস্য ও সোর্সদের দোষারোপ করে বলেন আমার একার পক্ষে সবকিছু সামলানো সম্ভব না। এই জনবহুল বস্তি অধ্যুষিত এলাকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের সহযোগীতা প্রয়োজন। তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
টঙ্গীতে মাদকসহ সেচ্ছাসেবকলীগ নেতার ভাই আটক
- on 12:02:00 AM
স্টাফ রিপোর্টার, টঙ্গী : টঙ্গীর আরিচপুর এলাকার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী স্থানীয় আওয়ামী স্বেচ্ছা-সেবকলীগ নেতা শাহ-আলমের ছোট ভাই মোঃ নজরুল (২৪)সহ ৪ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
স্থানীয় লোকজন জানায়, গত রোববার রাতে স্থানীয় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পূর্ব আরিচপুর হাজীবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ী নজরুলসহ তার লোকজন এলাকায় ইয়াবা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিকে পুলিশ নজরুলের সেলসম্যান ৩ যুবককে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবার মূল ডিলার নজরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করলেও তার সাথে কোন মাদক পায়নি পুলিশ। পরে গত সোমবার তাদের আদালতে প্রেরন করে।
স্থানীয় লোকজন জানায়, গত রোববার রাতে স্থানীয় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পূর্ব আরিচপুর হাজীবাড়ি এলাকায় মাদক ব্যবসায়ী নজরুলসহ তার লোকজন এলাকায় ইয়াবা বিক্রি করছে। এ সংবাদের ভিত্তিকে পুলিশ নজরুলের সেলসম্যান ৩ যুবককে গ্রেফতার করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইয়াবার মূল ডিলার নজরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করলেও তার সাথে কোন মাদক পায়নি পুলিশ। পরে গত সোমবার তাদের আদালতে প্রেরন করে।
গাজীপুরের পূবাইলে শিশুর লাশ উদ্ধার
- on 12:11:00 AM
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের পূবাইলের নয়ানিপাড়ায় গতকাল ১২ অক্টোবর সোমবার সকালে শান্তনা (১১) নামের এক শিশুকে খুন করেছে দুবৃত্তরা। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছিলো।নিহত সান্তনার বাবার নাম নিরঞ্জন চন্দ্র দাশ। পূবাইলের সাপমারা এলাকায় তাদের বাড়ি। শিশুটি পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল বলে তার পরিবারের লোকজন জানান।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার রেজাউল হাসান সাংবাদিকদের জানান, নিহত সান্তনার বাবা স্থানীয় বাজারে জুতার রং ও সেলাইয়ের কাজ করেন। সোমবার সকালে সান্তনা বাড়ি থেকে তার বাবার কাছে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়।সকাল ১১টার দিকে রাস্তার পাশে একটি বাঁশঝাড়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সান্তনার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে দুপুর ১২টায় তার লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কালীগঞ্জে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মামুন হত্যা
- on 12:08:00 AM
দারোগাসহ ১১ আসামী জেলহাজতে
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৯ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুরের গোপাল মেম্বারের বাড়ীর পাশে বড়গাঁও গ্রামের হোসেন আলীর পুত্র বালু ব্যবসায়ী ও যুবলীগ কর্মী মামুনকে পুলিশ গ্রেফতারের পর হাতকড়া পরিয়ে প্রতিপক্ষের হাতে তুলে দেয়। পুলিশের সম্মুখে প্রতিপক্ষ তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে তৎকালীন কালীগঞ্জ থানার এসআই নৃপেন কুমার দে মামুনের হাত থেকে হাতকড়া খুলে নিয়ে থানায় চলে আসে। এ ঘটনায় সারাদেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে মামুনের ভাই নাজমুল বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিভাগীয় ভাবে হত্যার ঘটনাটি একাধিকবার তদন্ত করা হয়। সে সময় মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। পরে মামলাটি সিআইডি তদন্ত শেষে গত ১২ জুলাই ২০১৫ তারিখে ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। এ মামলায় অভিযুক্ত ৬ আসামী জামিনে থাকলেও গতকাল দারোগা নৃপেন, মেম্বার হেকিম ফরাজী, বাদল, শহীদুল্লাহ শাহী, ফাজু, আল আমিন, গাফফার, মুনসুর আলীসহ ১১ আসামী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এ খুনের ঘটনাটি মানবাধিকার কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি (উপ-সচিব সাফিনা খানম) তদন্ত শেষে দারোগা নৃপেনকে আসামী করার সুপারিশ করলে সিআইডি তাকে চার্জশীটের অন্তর্ভূক্ত করে।
টঙ্গীতে গার্মেন্টস কর্মী হত্যা
- on 12:06:00 AM
স্টাফ রিপোর্টার : টঙ্গীতে গতকাল সোমবার ভোর রাতে রহস্যজনক কারণে গার্মেন্টর্স কর্মী শিরিন আক্তার (১৪) শ্বাসরোধ করে হত্যার পর ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে বিষয়টি আত্বহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয পুলিশ নিহতের লাশ উদ্ধার করলেও অজ্ঞাত কারণে হত্যার সাথে জড়িত মোঃ কাউসার (২৬) কে গ্রেফতার না করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নিহতের আত্বীয়-স্বজন ও প্রতিবেশীরা জানায়, মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি বাজিতপুর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও ২ ঔরশজাত মেয়েসহ ১ পালক মেয়েকে নিয়ে চট্রগামে থেকে গার্মেন্টসে চাকুরি করাকালীন নিহত শিরিন আক্তারের খালাতো বোন রেশমার দেবর মোঃ কাউসার তাদের গার্মেন্টসে চাকুরি দেয়ার কথা বলে টঙ্গীতে নিয়ে আসে। গত দু-মাস আগে জাহাঙ্গীর আলম তার স্ত্রী-কন্যাদের নিয়ে টঙ্গীর আরিচপুরস্থ পাকনাপাড়া (মদিনাপাড়া) জনৈক নিজামের বাড়িতে বসবাস শুরু করে এবং নিহত শিরিন আক্তার বিসিকস্থ ফ্যালটেক্স্র কারখানায় চাকুরি করে। একই কারখানার ওয়াশিংয়ে ও একই বাড়ির দু-তলায় কাউসার বসবাস করে। এক পর্যায়ে শিরিন আক্তারের খালাতো বোন রেশমার দেবর মোঃ কাউসারের সাথে শিরিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত রোববার শিরিনের মা-বাবা ঢাকায় এক আত্বীয় বাড়িতে চলে গেলে রাত পৌনে ১২ টায় কাউসার শিরিনের ঘরে আসে। এসময় ঘরে শিরিনের বড়বোন পলি আক্তার ও পালক ছোট বোন ছিলো। গভীর রাত পর্যন্ত শিরিন ও কাউসার কথা বলার পর ভোর রাত ৩ টার পর শিরিনকে শ্বাসরোধ করে হত্যার পর হত্যাকান্ডকে আত্বহত্যা বলে চালানোর চেষ্টায় শিরিনের মৃত দেহ ঘরে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। এসময় শিরিনের বড়বোন ও পালক ছোট বোন ঘরেই ছিলো।
নিহত শিরিনের বড়বোন পলি আক্তার জানায়, আমার বোন আমাদের ছেড়ে কেনো চলে গেলো জানি না। আমরা ঘুমিয়ে ছিলাম কাউসার আর শিরিন বারান্দায় বসে কথা বলছিলো। কখন যে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্বহত্যা করেছে আমরা ঠের পাইনি। আর কিছু বলতে পারবো না।
খবর পেয়ে টঙ্গী মডেল থানার এসআই মনিরসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করাকালীন ফাঁসিতে ঝুলে আত্বহত্যার কোন আলামত পাওয়া যায়নি বলে জানান। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষন করা হয়েছে কি না তা ময়নাতদন্ত রির্পোট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন উক্ত এসআই।
এদিকে (নাম প্রকাশ না করার শর্তে) এলাকাবাসীসহ কাউসারের একাধিক সহকর্মী জানায়, এঘটনা জানা-জানির পর কাউসার সোমবার সকাল পৌনে ৮ টায় বাসা থেকে বেড়িয়ে তার কর্মস্থলে গিয়ে হাজিরা দিয়ে আধ ঘন্টার ছুটি নিয়ে আত্বগোপন করেছে। এছাড়া নিহত শিরিনের বড়বোন পলি আক্তারকে পুলিশ জোরালো ভাবে জি¹াসাবাদ করলে এ হত্যাকান্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।
নিহতের আত্বীয়-স্বজন ও প্রতিবেশীরা জানায়, মাদারীপুর জেলার সদর থানার নয়াকান্দি বাজিতপুর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম তার স্ত্রী ও ২ ঔরশজাত মেয়েসহ ১ পালক মেয়েকে নিয়ে চট্রগামে থেকে গার্মেন্টসে চাকুরি করাকালীন নিহত শিরিন আক্তারের খালাতো বোন রেশমার দেবর মোঃ কাউসার তাদের গার্মেন্টসে চাকুরি দেয়ার কথা বলে টঙ্গীতে নিয়ে আসে। গত দু-মাস আগে জাহাঙ্গীর আলম তার স্ত্রী-কন্যাদের নিয়ে টঙ্গীর আরিচপুরস্থ পাকনাপাড়া (মদিনাপাড়া) জনৈক নিজামের বাড়িতে বসবাস শুরু করে এবং নিহত শিরিন আক্তার বিসিকস্থ ফ্যালটেক্স্র কারখানায় চাকুরি করে। একই কারখানার ওয়াশিংয়ে ও একই বাড়ির দু-তলায় কাউসার বসবাস করে। এক পর্যায়ে শিরিন আক্তারের খালাতো বোন রেশমার দেবর মোঃ কাউসারের সাথে শিরিনের প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত রোববার শিরিনের মা-বাবা ঢাকায় এক আত্বীয় বাড়িতে চলে গেলে রাত পৌনে ১২ টায় কাউসার শিরিনের ঘরে আসে। এসময় ঘরে শিরিনের বড়বোন পলি আক্তার ও পালক ছোট বোন ছিলো। গভীর রাত পর্যন্ত শিরিন ও কাউসার কথা বলার পর ভোর রাত ৩ টার পর শিরিনকে শ্বাসরোধ করে হত্যার পর হত্যাকান্ডকে আত্বহত্যা বলে চালানোর চেষ্টায় শিরিনের মৃত দেহ ঘরে সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখা হয়। এসময় শিরিনের বড়বোন ও পালক ছোট বোন ঘরেই ছিলো।
নিহত শিরিনের বড়বোন পলি আক্তার জানায়, আমার বোন আমাদের ছেড়ে কেনো চলে গেলো জানি না। আমরা ঘুমিয়ে ছিলাম কাউসার আর শিরিন বারান্দায় বসে কথা বলছিলো। কখন যে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্বহত্যা করেছে আমরা ঠের পাইনি। আর কিছু বলতে পারবো না।
খবর পেয়ে টঙ্গী মডেল থানার এসআই মনিরসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করাকালীন ফাঁসিতে ঝুলে আত্বহত্যার কোন আলামত পাওয়া যায়নি বলে জানান। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে তাকে ধর্ষন করা হয়েছে কি না তা ময়নাতদন্ত রির্পোট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন উক্ত এসআই।
এদিকে (নাম প্রকাশ না করার শর্তে) এলাকাবাসীসহ কাউসারের একাধিক সহকর্মী জানায়, এঘটনা জানা-জানির পর কাউসার সোমবার সকাল পৌনে ৮ টায় বাসা থেকে বেড়িয়ে তার কর্মস্থলে গিয়ে হাজিরা দিয়ে আধ ঘন্টার ছুটি নিয়ে আত্বগোপন করেছে। এছাড়া নিহত শিরিনের বড়বোন পলি আক্তারকে পুলিশ জোরালো ভাবে জি¹াসাবাদ করলে এ হত্যাকান্ডের আসল রহস্য বেরিয়ে আসবে।
কালিয়াকৈরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- on 11:24:00 PM
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলকায় এক মাতাব্বরের বিরোদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবিতে মানবন্ধন করে এলাকাবাসী। কালিয়াকৈর বাস ষ্টেশন এলাকায় সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, ওই এলাকার স্থানীয় প্রভাবশালী মাতাব্বর জালাল উদ্দিন প্রকাশ্যে জো¯œা আক্তার নামের এক গৃহবধুকে মারধর করে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে নয়ন মিয়া বাদী হয়ে মাতাব্বর জালাল উদ্দিনকে প্রধান আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায় থেকে মাতাব্বরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, সৈয়দ শাহ আলম, শাহানাজ বেগম, হারুন অর রশিদ, লাকী আহম্মেদ, আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহসড়কে প্রায় ২০মিনিট যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে এলাকাবাসীদের সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এলাকাবাসী জানায়, ওই এলাকার স্থানীয় প্রভাবশালী মাতাব্বর জালাল উদ্দিন প্রকাশ্যে জো¯œা আক্তার নামের এক গৃহবধুকে মারধর করে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে নয়ন মিয়া বাদী হয়ে মাতাব্বর জালাল উদ্দিনকে প্রধান আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায় থেকে মাতাব্বরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, সৈয়দ শাহ আলম, শাহানাজ বেগম, হারুন অর রশিদ, লাকী আহম্মেদ, আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহসড়কে প্রায় ২০মিনিট যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে এলাকাবাসীদের সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরের পূবাইলে পারভিউমের বোতল বিস্ফোরণে ৫ জন দগ্ধ
- on 8:55:00 PM
সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের পূবাইলের বসুগাঁও গ্রামে পুরনো পারফিউমের বোতল বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেল অনুমান ৫টার দিকে ইমাম উদ্দিন এন্টার প্রাইজের একটি ভাঙ্গারী দোকানে। আর দগ্ধরা হচ্ছেন ওই দোকানেরই কর্মচারী, যথাক্রমে আব্দুল লতিফ (৩৫), মো. হাসমত (৩৩), মো. ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও মো. সোহেল (১৮)। এ ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক।