শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে শিশু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া থানার শ্রীপুর গ্রাম থেকে  বহুল আলোচিত শিশু জয় হত্যার প্রধান দুই আসামীকে গ্রেফতারকরেছে র‌্যাব। গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব-১ এর ক্যাম্প কোম্পানী কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. মহিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিশু জয় হত্যার প্রধান আসামী জুমান মোল্লা ও হাসনা বেগমকে গ্রেফতার করা হয়। জানা যায়, নিহত শিশু তৌহিদুল ইসলাম জয় (০৪) তার ফুফুর কাছে থাকতো গত ১৫ সেপ্টেম্বর ভোর রাতে শিশু জয়কে ঘরে রেখে তার ফুফু প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরে তার ভাতিজা জয়কে দেখেতে পায় না। অনেক খোজাখুজির এক পর্যায়ে পরদিন সকালে কাপাসিয়ার শ্রীপুর গ্রামের বিলের মধ্যে শিশু জয়কে মৃত অবস্থায় দেখতে পায়। এ বিষয়ে প্রথমে কাপাসিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়। পরবর্তীতে পোষ্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা হয়। জমিজমা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে শিশু জয়ের আপন চাচা আয়েস আলী মোল্লা, চাচী হাসনা বেগম এবং চাচাত ভাই জুমান মিলে শিশু জয়কে ঘর থেকে তুলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ পাশের বিলের মধ্যে ফেলে রাখে। পুলিশ ১নং আসামীকে গ্রেফতার করলেও অপর ২ জন দীর্ঘদিন পলাতক ছিল। র‌্যাবের গোয়েন্দা দল দীর্ঘ অনুসন্ধানের পর তাদের অবস্থান সনাক্ত করে রবিবার তাদের গ্রেফতার করে।