শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কারাগারে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত শাহজাহান মোল্লা (৪৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।  কাপাসিয়া থানার একটি খুনের মামলায় দণ্ডাদেশ হওয়ার পর ২০০৬ সালের ১৮ মার্চ থেকে তিনি কাশিমপুর কারাগার-১ এ ছিলেন।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার সকালে বুকে ব্যাথা উঠলে শাহজাহান মোল্লাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার আগেই শাহজাহানের মৃত্যু হয়েছিল।