স্টাফ রিপোর্টার : গাজীপুরের কাশিমপুর কারাগারে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত শাহজাহান মোল্লা (৪৫) গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে। কাপাসিয়া থানার একটি খুনের মামলায় দণ্ডাদেশ হওয়ার পর ২০০৬ সালের ১৮ মার্চ থেকে তিনি কাশিমপুর কারাগার-১ এ ছিলেন।
জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সোমবার সকালে বুকে ব্যাথা উঠলে শাহজাহান মোল্লাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুল সালাম সরকার জানান, হাসপাতালে আনার আগেই শাহজাহানের মৃত্যু হয়েছিল।