শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলকায় এক মাতাব্বরের বিরোদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করার দাবিতে মানবন্ধন করে এলাকাবাসী। কালিয়াকৈর বাস ষ্টেশন এলাকায় সোমবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানায়, ওই এলাকার স্থানীয় প্রভাবশালী মাতাব্বর জালাল উদ্দিন প্রকাশ্যে জো¯œা আক্তার নামের এক গৃহবধুকে মারধর করে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে নয়ন মিয়া বাদী হয়ে মাতাব্বর জালাল উদ্দিনকে প্রধান আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায় থেকে মাতাব্বরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, সৈয়দ শাহ আলম, শাহানাজ বেগম, হারুন অর রশিদ, লাকী আহম্মেদ, আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহসড়কে প্রায় ২০মিনিট যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে এলাকাবাসীদের সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।