এলাকাবাসী জানায়, ওই এলাকার স্থানীয় প্রভাবশালী মাতাব্বর জালাল উদ্দিন প্রকাশ্যে জো¯œা আক্তার নামের এক গৃহবধুকে মারধর করে। এ ঘটনায় ওই গৃহবধুর ছেলে নয়ন মিয়া বাদী হয়ে মাতাব্বর জালাল উদ্দিনকে প্রধান আসামী করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায় থেকে মাতাব্বরের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুরাদ হোসেন, সৈয়দ শাহ আলম, শাহানাজ বেগম, হারুন অর রশিদ, লাকী আহম্মেদ, আব্দুল হালিম প্রমুখ। মানববন্ধন চলাকালীন সময় ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহসড়কে প্রায় ২০মিনিট যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ মহাসড়ক থেকে এলাকাবাসীদের সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়।