স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার দৈনিক মুক্ত বলাকা পত্রিকার আয়োজনে আলোচনা, ঈদ পূণর্মিলনী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলার চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজ।
মুক্তবলাকার প্রকাশক ও সম্পাদক মোঃ আলমগীর হোসেন অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এইচ এম শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুষ্পদ্যামের স্বত্বাধিকারী মোঃ সামছুল আলম চৌধুরী বাবুল, গাজীপুর সদর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিকান্দার হোসেন, বিশিষ্ট ব্যাংকার ও সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান, সাংবাদিক, সংগঠক ও কলাম লেখক কে এস জোহা, সাংবাদিক ও সমাজ সেবক ও সংগঠক মোঃ আব্দুলল্লাহ আল মামুন সরকার ও সচিত্র পত্রিকার সহকারি সম্পাদক মোঃ শফিকুল ইসলাম জিটু প্রমুখ।
তা ছাড়া অনুষ্ঠানে মুক্ত বলাকার নির্বাহী সম্পাদক এম এ ফরিদের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এড. মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট দলিল লিখক ফজলুল হক বাদল, গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলম, বিশিষ্ট দলিল খিলক আলহাজ্ব মোঃ জামাল মিয়া, আওয়ামীলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম বাবু, নকল নবীশ নেতা মোছাব্বির উদ্দিন আহাম্মদ কিরণ, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান শিকদার, বিশিষ্ট নকল নবিশ নেতা মোঃ লুৎফর রহমান, সাংবাদিক, সংগঠক ও সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন ও নকল নবীশ নেতা আহাম্মদ আলী।
অনুষ্ঠানের সার্বিক সহাযোগিতায় থাকবেন- অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে সুশীল চন্দ্র পাল ও কামাল হোসেন বাবুল।