সুশীল চন্দ্র পাল : গাজীপুর মহানগরের পূবাইলের বসুগাঁও গ্রামে পুরনো পারফিউমের বোতল বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেল অনুমান ৫টার দিকে ইমাম উদ্দিন এন্টার প্রাইজের একটি ভাঙ্গারী দোকানে। আর দগ্ধরা হচ্ছেন ওই দোকানেরই কর্মচারী, যথাক্রমে আব্দুল লতিফ (৩৫), মো. হাসমত (৩৩), মো. ইয়াকুব আলী (২৫), জাহিদুল ইসলাম (২০) ও মো. সোহেল (১৮)। এ ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক।