স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর ৪১নং ওয়ার্ডের ভাদুন হতে বাড়ইবাড়ী গীন্নিরটেক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সড়কটি এল.জি.ই.ডি কর্তৃক প্রকল্পের কাজের নির্মানের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান মাহি এন্টারপ্রাইজ গত দুই বছর পূর্বে অনুমোদন পায়। কাজের অংশ হিসেবে পুরাতন ইটের সলিং সড়কটির দুই পাশে মাটি ভরাটসহ প্রায় দুই কিলোমিটার সড়ক নতুন র্কাপেটিং এর জন্য এ প্রকল্পের কাজ নিধারন হয়। কিন্তু দেখা যায়, ঠিকাদার প্রতিষ্ঠানটি দুই বছর পূর্বে কাজ ধরে তা দীর্ঘদিন যাবত ফেলে রাখে। সম্প্রতি গত ঈদ-উল আযহার দুইদিন পূর্বে তড়িগড়ি করে সড়কের দুই পাশে ও কালর্বাট ব্রীজের দুই পাশে নীচু জায়গায় মাটি ভরাট ও স্লীপার স্থাপন না করেই কোন রকম দায় সারা কাজ শেষ করে। সরেজমিনে দেখা যায়, বাশের খুঁটি ও বেড়া দিয়ে সড়কের দুই পাশে ঝুকিপূর্ণ খাড়া অবস্থায় সড়ক নির্মানের কাজ শেষ করে। ফলে কালবাটের দুই পাশে বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভবনা এবং রাস্তাটি ভেঙ্গে যাওয়ার শত ভাগ সম্ভবনা রয়েছে। সড়কটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনার আশংকায় আতংকিত এলাকাবাসী। এলাকার সাধারন মানুষের অভিমত সড়কটি নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি অবসান তো ঘটলইনা বরং স্বপ্নের এই সড়কটি আরো ঝুকিপূর্ণ হলো।