স্টাফ রিপোর্টার : দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমান গাজীপুরের একটি জুতা ও একটি ডাইং-ওয়াশিং কারখানার মালিককে পরিবেশ অধিদফতরে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং ইটিপি স্থাপন ব্যতিত ডাইং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার ওয়াশ হাউজকে তিন লাখ টাকা ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত কারখানা পরিচালনা করার অপরাধে কালিয়াকৈরের উলুসারা এলাকার ফুটবেড ফুটওয়্যার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।