শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে লেদার ও ওয়াশিং কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) এ.কে.এম. মিজানুর রহমান গাজীপুরের একটি জুতা ও একটি ডাইং-ওয়াশিং কারখানার মালিককে পরিবেশ অধিদফতরে তলব করে শুনানী গ্রহণ করেন। এসময় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 
সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত এবং ইটিপি স্থাপন ব্যতিত ডাইং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার ওয়াশ হাউজকে তিন লাখ টাকা ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিত কারখানা  পরিচালনা করার অপরাধে কালিয়াকৈরের উলুসারা এলাকার ফুটবেড ফুটওয়্যার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।