স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী এর নেতৃত্বে সোমবার মহনগরীর চান্দনা চৌরাস্তার বাজার এলাকায় অভিযান চালিয়ে আলি জেনারেল স্টোর এর গোডাউন থেকে ১২ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিসমিলল্লাহ জেনারেল স্টোর থেকে ২০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিসেস সোনিয়া সুলতানা এবং এনফোর্সমেন্ট উইং এর সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান ও পরিদর্শক সাইফুল ইসলাম। উক্ত অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন গাজীপুর জেলার রিজার্ভ পুলিশ ফোর্স। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী সর্বপ্রকার শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ।