পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, হাবিব মিয়া ডেগেরচালাএলাকায় একটি মোবাইলফোন মেরামতের দোকান পরিচালনা করতেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী ঝাঝর পশ্চিমপাড়া এলাকার একটি ধানক্ষেতে স্থানীয়রা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যা¤েপর ইনচার্জ জাকির হোসেন জানান, নিহত যুবককে পেটে ধারালো অস্ত্রের ক্ষত ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।