কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে স্কুল ছাত্রীর পুকুরে ডুবে নির্মম ভাবে মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে । জানাযায়, গতকাল রবিবার দুপুরের স্কুল থেকে বাড়ীতে এসে বাড়ীর সংলগ্ন পুকুরে চাউলের ডাম ধুইতে যায় । ডাম ধুইতে গিয়ে বাড়ীতে ফিরে না আসায় আনুমানিক ৩০মিনিট পর তাকে খোজাখুজি করেতে থাকে । অনেক খোজাখোজি করে ও কোথাও না পেয়ে পুকুরে খোজতে যায় পরিবারের লোকজন । সেখানে পানিতে চাউলের ডাম ভাসতে দেখে তাদের সন্দেহ হলে । স্থানীয় লোকজন পুকুরের নেমে ওই স্কুল ছাত্রীকে পানিতে ডুবে থাকাবস্থায় উদ্ধার করে । ওই ছাত্রীকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় । হাসপাতালের কর্তব্যরত ডা: তাকে মৃত বলে জানান । জানাযায়, উপজেলার কাউলিতা গ্রামের সৌদি প্রবাসী মো. ফরিদ দেওয়ান এর স্কুল পড়–য়া মেয়ে মোসা ঃ ছিনতিয়া (১৩) সে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ।