শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালিয়াকৈরে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর-কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
টাঙ্গাইল জোনাল অফিস ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার সুত্রাপুর বোর্ডঘর এলাকা থেকে শুরু করে কাঠালতলী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ দেয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তিতাস গ্যাসের টাঙ্গাইল জোনের সহকারী আঞ্চলিক পরিচালক বরুন সাহার নেতৃত্বে কর্মকর্তা,কর্মচারীরা অভিযান চালিয়ে শতাধিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন ক্ষোভের সাথে বলেন, গ্যাস অফিসের লোকদের সহযোগীতায় কতো অবৈধ সংযোগ দেয়া হয়েছে তার হিসাব কে দিবে ?  এই অফিসারদের সাথে যোগাযোগ করে বর্তমানেও সুত্রাপুর সাহা পাড়া এলাকায় অবৈধ সংযোগের কাজ চলছে।