স্টাফ রিপোর্টার: গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেবেকা সুলতানা বৃহস্পতিবার শহরের শিববাড়ী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় ওই এলাকার ‘হলি ল্যাব মেডিকেল সেন্টার’ কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার ‘টাঙ্গাইল সুইট মিটস’ এর কারখানায় প্রচুর পরিমাণ খাওয়ার অযোগ্য মিষ্টি থাকায় কারখানা মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৫০-৬০ কেজি মিষ্টি ধ্বংশ করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ আতিকুর রহমান এবং জেলা মর্কেটিং অফিসার মুহাম্মদ আবদুছ ছালাম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিতভাবে পরিচা
লিত হবে।
লিত হবে।