শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ বাজারে এ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী অফিসের নাজির মলয় কুমার বর্মন জানান, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে থানার এস আই মো. ফরিদ উদ্দিনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারা, পণ্যের পাটজাত দ্রব্য বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ এবং দন্ডবিধি ২৭০ ধারা মোতাবেক পৌর এলাকার হোটেল, বেকারী, ফার্মেসী, মুদি ও মিষ্টির দোকানে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।