শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে সহকর্মীকে উত্ত্যক্ত করায় যুবক শ্রীঘরে

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে একটি কারখানায় পুরুষ কর্মী দারা ওই কারখানার এক মহিলা কর্মীকে উত্ত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই নারী কর্মীর অভিযোগ এবং ক্লোজ-সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে উত্ত্যক্তকারী পুরুষ কর্মীকে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার বেলা ১১টায় পৌরসভার মূলগাঁও এলাকার প্রাণ-আরএফএল ইন্ড্রাস্টিয়াল পার্কে এ ঘটনা ঘটে।
 কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন জানান, ওই কারখার পুরুষ সহকর্মী মমিনুল ইসলাম (২৭) একই কারখানার এক মহিলা কর্মী (২২) কে উত্ত্যক্তের ঘটনায় প্রথমে ওই নারী কর্মী কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে। কর্তৃপক্ষ তার অভিযোগ ও কারখানার সিসি ক্যামেরার ফুটেজ দেখে মমিনুলকে উত্ত্যক্তকারী হিসেবে চিহ্নিত করে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষ কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানকে অবগত করে। পরে তিনি তার পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক উত্ত্যক্তকারী ওই যুবকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সে নওগাঁ সদর উপজেলার মো. নাজিম উদ্দিনের ছেলে।