শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

ন্যায্য দাবী আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচী দেয়া হবে গাজীপুর এক্সট্রা মোহরার এসোসিয়েশনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার বেলা ১১টার দিকে গাজীপুর শহরের রাজবাড়ি রোডে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন গাজীপুর জেলা শাখা মানববন্ধন করেছে। বিভিন্ন দাবী আদায়ের লক্ষে গাজীপুর জেলা রেজিষ্টার অফিসের সামনে এক্সট্রা মোহরার এসোসিশেন এ মানববন্ধন করেছে।
মানববন্ধনে গাজীপুর জেলার সভপতি মো: মোছাব্বীর উদ্দিন আহমেদ কিরণ ও সাধারন সম্পাদক আহম্মদ আলীসহ নকল নবীশদের অনেকে বত্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন- অভিলম্বে তাদের চাকুরী স্থায়ীকরণ করতে হবে। এক বছরের বকেয়া পারিশ্রমিক ঈদুল ফিতরের পূর্বে পরিশোধ করতে হবে এবং অনিয়মতান্ত্রিক ভাবে বিভিন্ন জেলা রেজিষ্টার অফিসের নিন্মমান সহকারী কাম-কম্পিউটার অপারেটরকে সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী পদে বদলী করা চলবেনা। ইতিমধ্যে যাদের বদলী করা হয়েছে, তাদেরকে নিজস্থানে র্ফিরিয়ে আনতে হবে। এ বিষয়ে তারা মহাপরিদর্শক নিবন্ধন মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেন। মানববন্ধন অনুষ্ঠানে জেলার সকল এক্সট্রা মোহরার (নকল নবিশ) অংশ গ্রহণ করেন ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো বলেন- যখনই দলিল রেজিষ্টি হয়, তখনই সাথে সাথে আমাদের পাওনা কেটে রাখা হয়। তা হলে, কেন- আমরা আমাদের পাওনা পরিশোধ করতে তারা গড়িমসি করবে ?
তারা তাদের দাবী আদায় না হলে, পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী ঘোষণারও হুমকী দিয়েছেন।