শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কাপাসিয়ায় ব্যাংক ডাকতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার-৩

কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়ার বাংলাদেশ কৃষি ব্যাংক খিরাটী বাজার শাখায় ডাকাতির ঘটনায় ২৫ জুন বৃহস্পতিবার সকালে ২ জন এবং বুধবার সন্ধ্যায় একজনকে সন্দেহ ভাজন হিসাবে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে পাশর্^বর্তী মনোহরদী উপজেলার চাঁন মিয়ার পুত্র রুবেল মৃধা (২৮), খিরাটী বড়বাড়ি গ্রামের কফিল উদ্দিনের পুত্র সোহরাব (২৬) এবং একই গ্রামের আঃ কবিরের পুত্র মোঃ লতিফ (৩৫)।
পুলিশ জানায়, রুবেল ব্যাংক ভবনের নিচ তালায় অবস্থিত ইস্পাহানী চা কোম্পানী ডিপোর ভ্যান চালক ছিল। গত ৩/৪ দিন পূর্বে সে কোম্পানীর চাকুরি ছেড়ে চলে যায়। উল্লেখ, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার খিরাটী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। একই ভবনে অবস্থিত সাবেক এমপি মোঃ ছানাউল্লাহ’র বাড়ি ও বেসরকারী ইস্পাহানী চা কোম্পানীর বিক্রয় ডিপো অফিসে ডাকাতি সংঘটিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, ডাকাতিতে জড়িত অন্যদেরও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।