শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

কালীগঞ্জে ছিনতাইকারী রুবেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কালীগঞ্জউপজেলার জামারপুর ইউনিয়নের নারগানা গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেলকে  গত শুক্রকাল বার সন্ধায় জামালপুর বাজার থেকে ছিনতাই প্রস্তুত কালে পুলিশের এস আই আব্দুল আজিজের নেতৃতে গ্রেফতার করতে সক্ষম হন। স্থানীয সূত্রে জানা যায় রুবেলের বিরুব্দে এলাকায় একাদিক মটর সাইকেল বাইসাইকেল ছিনতাই ও সর্ব প্রকার মাধক বেছা কেনার  অভিযোগ রইয়েছে। নারগানার বাজার গোদারা ঘাট দিয়ে, রাতের আঁধারে সকল প্রকার মধক রুবেলের হাত হইয়ে জামালপুর,সাওরাইদ,মুক্তারপুর,দোলন বাজার,বাহাদুশাদী,এসব এলাকা নিরবিগ্নে পাছার হয়।এলাকা বাসীরা বলেন আলাউদ্দিনের ছেলে রুবেল গ্রেফতার হওয়ায় এলাকার হিন্দু সমাজ ও সাধারন মানুষের মাঝে শান্তির প্রদিপ এবং সস্তি ফিরে এসেছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার এস আই আব্দল আজিজের সাথে যোগাযোগ করা হলে ঘঠনার সত্যতা শিকার করে তিনি বলেন রুবেল এক জন কুখ্যাৎ ছিনতাইকারী তার বিরূব্ধে থানায় একদিক ছিনতাইয়ের অভিযোগ রইয়েছে।