শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুরে গার্মেন্টসের নারী শ্রমিক সড়ক দূর্ঘটনায় নিহত

 মোঃ ইমন খান : গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চলন্ত বাসের ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে মর্মে তথ্য পাওয়া গেছে। গত ১৫ই জুন আনুমানিক সন্ধা সাড়ে ৭ টার দিকে এই মর্মান্তিক র্দূঘটনা ঘটে। তথ্য সূত্রে জানা গেছে নিহত ডলি বেগম, গাজীপুর চান্দনা চান্দনা চৌরাস্তায় বটম গ্যালারী গার্মেন্টস লিঃ এর সুয়িং অপারেটর, তার কার্ড নং- ১০৩৬৬ এবং ৬ষ্ট তলায় ৫নং লাইনে কাজ করেন- তার বয়স প্রায় ২৬ বছর। তার গ্রামের বাড়ী পটুয়াখালী গলাচিপা থানায়। সে গত ৩রা জানুয়ারী ১৫ইং সালে এই গার্মেন্টসে যোগদানের মাধ্যমে “বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন” এর সদস্য হন। তার মৃত্যুতে বটম গ্যালারী গার্মেন্টস ও বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেন। তার মৃত্যুতে আগামী ১৯ শে জুন বাদ যোহুর বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর উদ্দ্যেগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি- মোঃ কবির আহমেদ মন্ডল বলেন- নিহত ডলির মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত তার বিদীহী আত্মার মাগফেরাত কামনা করি ও তার শোক সক্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আমাদের বটম গ্যালারী প্রাঃ লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর পক্ষ থেকে যত রকমের সাহায্য সহযোগিতা আছে তা আমরা করে যাব।  তিনি আরও বলেন- পরিবহন ড্রাইভাররা যদি সতর্কতার সহিত গাড়ী চালান, তাহলে এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটবে না, আর অকালে ডলির মতো কেউ প্রাণ হারাবে না।