কাইয়ূম সভাপতি, সৈকত সাধারণ সম্পাদক
কাপাসিয়া ব্যুরো চীফ : গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজীব ঘোষ ও সাধারণ সম্পাদক হিমেল খান স্বাক্ষরিত ১ বছর মেয়াদী কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন প্রদান করেন। আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি’র পরামর্শক্রমে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ১৫ জুন সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মী সভা করেন। পরে ছাত্রলীগকে আরো গতিশীল করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন করেন।কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি- মোঃ আব্দুল কাইয়ূম ভূঁইয়া, সহ-সভাপতি- কাউছার আলম রবিন, মোঃ মাহমুদুল হাসান মামুন, রুমান দাস, সহল বিন সাদিত পিয়ার, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত, যুগ্ম- সাধারণ সম্পাদক আলী আহসান সোহাগ, শুভ খান, সাংগঠনিক সম্পাদক শরিফ হোসেন, আল-আমীন হোসেন অনিক সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।