শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

গাজীপুর গোয়েন্দা বিভাগে ওরা তিন তারকা !

স্টাফ রিপোর্টার :  শুধু চলচ্চিত্র জগতেই তারকা সৃষ্টি হয় না। অন্যান্য ক্ষেত্রেও তারকার সৃষ্টি হতে পারে। যেমনটি দেখা যায় গাজীপুর গোয়েন্দা বিভাগে। এস.আই মুস্তাফিজ, এস.আই আলিম ও এস.আই মামুন। ওরা তিনজন গাজীপুুর গোয়েন্দা বিভাগের তিন তারকা। ওই তিন পুলিশ কর্মকর্তা ইতোমধ্যে তাদের কর্মকান্ডে ভালো নাম করে ফেলেছেন। বিশেষ করে মাদক নির্মুলের পরিবর্তে মাদক ব্যবসায়ীদের সহযোগীতা করার নানা তথ্য সংবাদ মাধ্যমগুলোতে আসতে শুরু করেছে। গাজীপুরের সুযোগ্য পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। এ ব্যাপারে তাঁর আন্তরিকতার কোনো ফাঁক ফোঁকড় সাংবাদিকদের নিকট ধরা পড়ে নাই। সুযোগ্য পুলিশ সুপারের কারণে গাজীপুর এখনও মাদকে সয়লাব হতে পারেনি। কিন্তু এস.আই মোস্তাফিজ, আলিম ও মামুনদের মতো অফিসার যদি আরও দু-চার জন এ জেলায় থাকেন তবে সম্মানিত পুলিশ সুপার মহোদয় মাদক নির্মূলে কতটা সফল হবেন তা নিয়ে যতেষ্ট সন্দেহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মনের মধ্যে। ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায়, গত ১ মাসে এস.আই মোস্তাফিজের নেতৃত্বে ওই তিন তারকারা মরকুন এলাকার মৃত আমিনের ছেলে দেলোয়ার হোসেন দেলুর নিকট থেকে ৪ লাখ টাকা উৎকোচ গ্রহণ করে। গোয়েন্দা পুলিশ তাকে একবার ইয়ারাসহ আটক করলেও মোটা অংকের টাকার আপোস রফার বিনিময়ে ছেড়ে দেয়। কেরানীর টেক মৃত: ইসমাইলের ছেলে ইয়ারা ব্যবসায়ী খালেক ৩ লাখ টাকা, গোপালপুরের তাজুলের স্ত্রী সাহেদা ২ লাখ টাকা, মাজুখান এলাকার জাহাঙ্গীর ৩ লাখ টাকা, মিলগেইট এলাকার পারুলী ৭০ হাজার টাকা, পূবাইল এলাকার বেদনের স্ত্রী হোসনা ১ লাখ টাকা ও নিপা ১ লাখ ৫০ হাজার টাকা ওই তিন তারকাকে দিয়ে ইয়াবা, ফেন্সী, গাজার ব্যবসা চালিয়ে আসছে। একটি সূত্র জানায়, এস আই মোস্তাফিজ মাদক ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ সব বিষয়ে পুলিশ সুপার কিছুই জানেন না বলে সূত্রটি নিশ্চিত করেছেন। ওই তিন তারকাদের বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহনের দাবি গাজীপুরবাসীর।