শিরোনাম

সাংবাদিকতার পরিচয়ে চৌরাস্তায় একটি চক্র নানা অপরাধে সক্রিয় : নেতৃত্বে শামীম ও হালিম ক্লিনিকের গেইটে তালা লাগিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ বৃক্ষরোপন, নামাজের ঘর ও কমনরুম উদ্বোধন গাজীপুরে একজনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড উন্মোচিত হয়নি কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যা রহস্য গাজীপুরে পুত্র হত্যার পর বাবার আত্মহত্যা তাজউদ্দীন পুত্র সোহেল তাজের মনের শক্তি অনেক

সব বদলায়, মানুষ বদলায়, বদলায় না শুধু সাংবাদিকদের আচরণ


॥ এম.এ. ফরিদ ॥

অনেক কিছুই বদলায়। আমাদের গাজীপুর আগের মতো নেই। বদলেছে পুরো গাজীপুর। বদলে গেছে গাজীপুরবাসীর জীবনযাত্রার মান। নগরায়ন বলতে যা বুঝায় তা অনেক আগেই হয়ে গেছে। যারা ১৫/২০ বছর আগে গাজীপুরকে দেখেছিলেন তাঁরা এখন গাজীপুরে আসলে ভড়কে যাবেন। আহামরি কোনো উন্নয়ন না হলেও যেটুকু হয়েছে তা কোনো অংশেই কম নয়। শিক্ষা-দিক্ষা, শিল্প কলকারখানা, রাস্তা ঘাটসহ সব ক্ষেত্রেই এগিয়ে গেছে আমাদের ছবির মতো গাজীপুর। বদলেছে এখানকার মানুষগুলো। বদলায়নি এমন কিছু খুঁজে পাওয়া দুষ্কর। আমার জানা মতে সব বদলায়। কিন্তু যেটি বদলায়নি সেটি হলো সাংবাদিকদের আচরণ। আমরা যারা এ পেশার সঙ্গে সম্পৃত্ত কেবল তাঁরা ছাড়া গাজীপুরের সব কিছু বদলে গেছে। অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয়টি হলো, আমরা যারা সাংবাদিকতার মতো এমন মহান পেশার সঙ্গে জড়িত তাঁরা যে কেন বদলায় না তা আমার বোধগম্য হয় না। পৃথিবী বদলে যাচ্ছে, বাংলাদেশ বদলে গেছে, বদলে গেছে আমাদের টাইগার খেলোয়াররা। সবাই যেখানে বদলে যাচ্ছে তা হলে আমরা কেন বদলাতে পারছি না। আমরাই পারি আমাদের অতীত তীক্ততাকে ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে। আমরা সমাজের দর্পণ। মানুষ আমাদের ভালোবাসে। অনেক ক্ষেত্রেই জাতির নির্ভরযোগ্য মাধ্যম এখনও গণমাধ্যমকেই বলা হয়ে থাকে। বস্তু নিষ্ট এবং তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশন করে আমরা জাতির নিকট অনেক গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরি। এতে করে আমরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখতে সক্ষম হচ্ছি। আমরা যারা সংবাদ পত্রের সঙ্গে জড়িত তাঁরা সমাজের অনেক অসংগতিকে মানুষের সামনে তুলে ধরি। ফলে আমাদের সমাজ, দেশ ও দেশের জনগণ উপকৃত হয়ে থাকে। দেশের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা যারা সমাজকে, দেশকে ও দেশের মানুষকে বদলে দিতে সহযোগীতা করছি তাঁরা কেন বদলাতে পারবো না। অবশ্যই আমরাও বদলে যেতে পারি। বদলে যাওয়ার জন্য শুধু দরকার সুন্দর মনমানসিকতার। আমরা যদি আমাদের একজন সহকর্মীর বিপদে-আপদে সমবেদনা জানাই এবং তাঁর পাশে থাকি তবে দেখবেন সেও একদিন আপনার পাশে থাকবে। আমাদের একজন সহকর্মীর ব্যাপারে অযথাই যেন কোনো বাজে মন্তব্য না করি তবে আপনাকে দেখে দেখবেন অন্য আর এক সাংবাদিক ভাই শিখছে। আমরা যদি আমাদের আচরণকে বদলে ফেলি তবে অন্যান্য পেশার লোকজনও তাদের বদলে ফেলবে। কাউকে আঘাত করে অথবা কারও মনে কষ্ট না দিয়ে এমনকি কোনো সাংবাদিক বন্ধুকে ছোট না করে যদি ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নেই তবে সে যত খারাপ লোক হোক না কেন দেখবেন সে বদলাবেই। কে বড় সাংবাদিক, কে ছোট সাংবাদিক, কে বড় পত্রিকায় কাজ করে, কে সরকার দলীয় আর কে বিরোধী দলীয় এসব না দেখে আমাদের একটি পরিচয় থাকবে আমরা সবাই সংবাদকর্মী। আমাদের মতো পার্থক্য থাকতে পারে। কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ। একমাত্র আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই গাজীপুরকে দুর্নীতি মুক্ত করা সম্ভব। আমাদের নানা পথ ও নানা মতের সুযোগ নিয়ে দুর্নীতিবাজরা গাজীপুরে লুটপাট চালাচ্ছে। গাজীপুরে দুর্বৃত্তয়ানের পরিধিও বেড়ে যাচ্ছে। দীর্ঘ দিনের অনৈক্য আমাদের ডুবিয়ে দিচ্ছে। আপনি হয়তো নিজেকে বড় মনেকরে আর একজনকে খাটো করার নানা অপকৌশল আটছেন। কিন্তু আপনাকেও কেউ না কেউ খাটো করার পায়তারা করছে। কি লাভ নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করে। একসাথে থাকার মধ্যে আনন্দ রয়েছে।  একসাথে থাকার ফল ভালো হয়। চেষ্টা করে দেখুন না এক হয়ে থাকা যায় কি না। আমার তো মনে হয় অসম্ভব বলে কিছু নেই। তাই আবারও সিনিয়র, মাঝারি, জুনিয়র সকল পর্যায়ের সাংবাদিকদের অনুরোধ জানাবো নিজেদের বদলে ফেলুন এবং অন্যকেও বদলাতে সহযোগীতা করুণ।